Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :: ও মেয়ে
কলমে :: সৌমিত্র মুখার্জী
তারিখ :: ০৪.১০.২০২০
ও মেয়ে তুই শোন না ওরে,     বাঁচবি যদি এই সমাজে। বলবো তোরে কিছু কথা,          চুপটি দিয়ে বলছি হেথা। 
সহ্যশক্তি দে দমিয়ে,         গর্জে ওঠ তুই এবারে। দেখছিস তো ওরা সবাই,  …

 


কবিতা :: ও মেয়ে


কলমে :: সৌমিত্র মুখার্জী


তারিখ :: ০৪.১০.২০২০


ও মেয়ে তুই শোন না ওরে, 

    বাঁচবি যদি এই সমাজে। 

বলবো তোরে কিছু কথা, 

         চুপটি দিয়ে বলছি হেথা। 


সহ্যশক্তি দে দমিয়ে, 

        গর্জে ওঠ তুই এবারে। 

দেখছিস তো ওরা সবাই, 

     একলা পেলেই  মাংস চেবাই।


সবাই তোকে অবলা ভাবে, 

         সত্যিই কি সেটাই তবে? 

মা কালীকে দেখ না ওরে, 

       কেমন করে খড়গ ধরে। 


ও তোর রুদ্রমূর্তি দেখা তবে, 

          বাঁচতে যদি চাস সমাজে। 

সহজ সরল থাকলে পরে, 

          সারা শরীর ছিঁড়ে খাবে। 


চেনা অস্তিত্ব যাবে মুছে, 

        থাকবি না আর এ সংসারে। 

 ঘোমটা বোরখা সরিয়ে দিয়ে, 

           সত্যি টারে দেখ না তবে। 


পাঁচজনে কি বলবে হেথা? 

           ভাববি পরে ওসব কথা। 

ও মেয়ে তুই চাস কি বাঁচতে? 

           তবে অস্ত্র তোল এবার হাতে।


 🍁🍂 মুক্ত বিহঙ্গ 🍂🍁