Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বাকি আছে শ্বাস 
মধুপর্ণা বসু 
কিছু শ্বাস বাকি আছে জানো;কথা কিছু অপেক্ষায় থাকে  পথে এসে দাঁড়িয়েছো কেনপিছুটান কেইবা মনে রাখে?
যাক তবে ভাবনার মরু মায়াতাজা ফুল হাওয়ার স্পর্শেসন্ধ্যে শুধু দেখে ভীরু কায়ারাতও বাঁচে মিথ্যে আদর্শে।
আমার থমকে …

 


বাকি আছে শ্বাস 


মধুপর্ণা বসু 


কিছু শ্বাস বাকি আছে জানো;

কথা কিছু অপেক্ষায় থাকে  

পথে এসে দাঁড়িয়েছো কেন

পিছুটান কেইবা মনে রাখে?


যাক তবে ভাবনার মরু মায়া

তাজা ফুল হাওয়ার স্পর্শে

সন্ধ্যে শুধু দেখে ভীরু কায়া

রাতও বাঁচে মিথ্যে আদর্শে।


আমার থমকে যাওয়া স্বভাব

সময়ের সাথে করি ছলনা  

মুহূর্তরা খুঁজেছে সেই অভাব 

পায়ে সেধে দূরে যেতে বোলনা।