Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ভয়ংকর অন্ধকার         প্রদীপ সেন   আগরতলা, ০২/১০/২০
এমনটা নয় যে সব আলো নিভে গেছে।জংলি গাছের ডালপালা আর ঘন পল্লবের ফাঁক গলে এখনও খন্ডিত আলো এসে জানান দিয়ে যায় সামনে ভয়ংকর কালো রাত আসুক বা না-আসুকএখনও আলোর উৎসে গ্রহণ লাগেনি। যদি কে…

 


ভয়ংকর অন্ধকার

         প্রদীপ সেন

   আগরতলা, ০২/১০/২০


এমনটা নয় যে সব আলো নিভে গেছে।

জংলি গাছের ডালপালা আর ঘন পল্লবের ফাঁক গলে 

এখনও খন্ডিত আলো এসে জানান দিয়ে যায় 

সামনে ভয়ংকর কালো রাত আসুক বা না-আসুক

এখনও আলোর উৎসে গ্রহণ লাগেনি। 

যদি কেউ জংলি গাছের গোড়ায় কুড়ুল মারে

অথবা আলোখেকো ডালপালা ছেটে দেয়

এখনও উঠোন জুড়ে আলোর আলপনা আঁকা যাবে। 

জনে জনে জিজ্ঞেস করে জানলাম 

ওগুলো বনের রাজার পোষ্য, ছায়াদায়ী আগাছা।

বুঝলাম, পরশুরামের কুঠারও যে অসহায় আজ।

ভয় শুধু একটাই, ক্ষীণ সূর্যটা যাই যাই করে,

তারপর ভয়ংকর আঁধার নামবে উঠোনে। 

কী হবে তখন? অমাবস্যা শুরু হয়ে গেছে 

তারার আলো পৌঁছবেনা উঠোনে, এ তো স্বতঃসিদ্ধ।