#ব্যর্থতার_অবগুন্ঠন✍শৈলেন মন্ডল০৩/১০/২০২০
তোমার অবহেলায় বাড়ে মনে তীব্র যন্ত্রনার উচ্ছ্বাস। মন কেমনে কালো রাত্রির বিছানায় সুসজ্জিত কষ্টের উপকরণ।
অলীক স্বপ্নরাই বাস্তবের ঢেউয়ে বড্ড বাঁধনহারা হয়ে যায়।
স্বপ্নের বিভোর আবেগ জানে তোমার ক…
#ব্যর্থতার_অবগুন্ঠন
✍শৈলেন মন্ডল
০৩/১০/২০২০
তোমার অবহেলায় বাড়ে মনে তীব্র যন্ত্রনার উচ্ছ্বাস। মন কেমনে কালো রাত্রির বিছানায় সুসজ্জিত কষ্টের উপকরণ।
অলীক স্বপ্নরাই বাস্তবের ঢেউয়ে বড্ড বাঁধনহারা হয়ে যায়।
স্বপ্নের বিভোর আবেগ জানে তোমার কাছে না আসার উদাসীন চরম ব্যর্থতার কথা।
মনের গহীনে তোমার আনাগোনাটা যেন সাপ লুডো খেলার মতো হয়ে গেছে।
বক্ষভেদী অবহেলার আবরনটা কিছুতেই সরতে চায় না।
মনে তোমার আনাগোনা হলেও তোমার তুমি যেন আজও সেই অধরা রয়ে গেলে।
হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে মেঘভাঙ্গা রোদ্দুর দেখা যায় তোমার দেখা মেলে না।
তবুও কিন্তু কল্পনার কবিতায় রচিত হয় তোমার আমার মহামিলনের উল্লাসিত ছক।
টুকরো টুকরো শব্দ জুড়ে কবিতারাও একটা আবেগ ভরা উন্মাদনা সৃষ্টি করে।
উদ্দেশ্যহীন কল্পনার আলিঙ্গনে রচিত হয় রক্তক্ষরণের স্রোতের ব্যর্থতা।
আকাশলীনার শেষ চুম্বনের পরখটা গড়ে দেয় ব্যর্থ প্রেমিকের গল্প।
অসীম অপূর্ণতা নিয়ে লেপ্টে যেতে চায় একবুক যন্ত্রনা আবহ।
ঘুমঘুম চোখে বারে বারে হাতড়ে বেড়াই শুধু তোমাকে।
মন মেতে যায় কল্পনার সুগভীর গোপন সিৎকারে।
রাতের আকাশে মিটমিট করে জ্বলে ওঠা তারাগুলো কেমন যেন ক্রুর হাসি হাসে।