Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম-আত্মগ্লানি কলমে -সোমা কোলে তারিখ-০৩|১০|২০২০================
মাগো তুই মানুষের সমাজে আসিস না কখনও আরসামনে জোড় হাতে,নত মস্তক পিছনে তাদেরই দৃষ্টি লোলুপতার। 
যে হাত দিয়ে পরম মমতায় তোর মূর্তি গড়েসেই হাতেই …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম-আত্মগ্লানি 

কলমে -সোমা কোলে 

তারিখ-০৩|১০|২০২০

================


মাগো তুই মানুষের সমাজে 

আসিস না কখনও আর

সামনে জোড় হাতে,নত মস্তক 

পিছনে তাদেরই দৃষ্টি লোলুপতার। 


যে হাত দিয়ে পরম মমতায় 

তোর মূর্তি গড়ে

সেই হাতেই তোকে ছিঁড়ে খাবে

একটু সুযোগ হলে প'রে। 


রক্তবীজের বংশ ওরা সব

নেই ওদের সংহার

বিনাশ , সে তো চোখের ভুল 

জন্ম নেবে বার বার।


তবুও যদি আসিস মাগো

তোর বাপের এই ঘরে

চিন্ময়ী রূপে নয়, আসিস

মৃণ্ময়ী রূপ ধরে।


মরচে পড়া অস্ত্র গুলোতে 

দিয়ে আবার শান

কত শত দূর্গার জ্বলছে চিতা

বাঁচা তাদের প্রাণ।


অপমান আর লাঞ্ছনা সয়েও

যদি আসতে ইচ্ছে হয়

এই কামনা, জন্ম নিক পুরুষ শুধু

আর একটাও মেয়ে যেন না জন্মায়।।