Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম =সৌখিন সভ্যতারচনা=তুহিনা চক্রবর্তী ✍৫/১০/২০২০শব্দ কোষগার আজ শূন্য।বুক জুড়ে কলমের আঘাত।ক্রমাগত সৃষ্টির অনটনেমৌনতার অবাধ্য বজ্রপাত।শব্দের ক্রমাগত ক্রন্দনেকলমের ব্রহ্মতালু অশান্ত।ভাবনার মৌন মিছিলে হৃদয় ভারাক্রান্ত।চারিদিকে ক…

 


শিরোনাম =সৌখিন সভ্যতা

রচনা=তুহিনা চক্রবর্তী ✍

৫/১০/২০২০

শব্দ কোষগার আজ শূন্য।

বুক জুড়ে কলমের আঘাত।

ক্রমাগত সৃষ্টির অনটনে

মৌনতার অবাধ্য বজ্রপাত।

শব্দের ক্রমাগত ক্রন্দনে

কলমের ব্রহ্মতালু অশান্ত।

ভাবনার মৌন মিছিলে 

হৃদয় ভারাক্রান্ত।

        

চারিদিকে কেবলই হাহাকার।

অভুক্ত শিশু খোঁজে অন্ন।

মাতৃহারা সন্তান খোঁজে মায়ের আঁচল।

অবুঝ  শিশু বোঝে না চারিদিকে 

কিসের কোলাহল।

আধুনিক সভ্যতার আড়ালে সযত্নে 

গজিয়ে উঠেছে অমানবিকতার ফসল।

রসায়নের সূত্র ধরে ক্রমাগত ঘটছে

সম্পর্কের বদল।


মানুষ ভুলেছে মানবিকতা।

জেগে উঠল নৃশংসতা।

আদরে লালিত হচ্ছে হিংস্রতা।

চারিদিকে পরিচয়হীন যৌনতা।

অস্ত্রের সাথে বাড়লো মিত্রতা।

অলিতে গলিতে নগ্নতা।

হারিয়েছে  হৃদয়ের শীতলতা,

প্রেমের গভীরতা।


চারিদিকে উঁচু উঁচু প্রাচীর।

সময়টা বড়ই বধির।

কেবলই রক্ত চক্ষু হয়ে তাকিয়ে আছে সৌখিন সভ্যতা।


      তুহিনা চক্রবর্তী