দৈনিক কবিতা প্রতিযোগিতা
#শিরোনাম :আমি হারিয়ে যাইনি #কলমে:পিংকি দাস #তারিখ:৫/১০/২০২০ 🌹🌹🌹🍃🍃🍃🍃🌹🌹🌹
চারিদিকে ফ্ল্যাশ লাইটের ঝলকানি,লাইট ক্যামেরা অ্যাকশনের চিৎকার,চলছে পোর্টফোলিওর শুটিং।।
দেওয়াল জুড়ে শুধু আমার সুন্দর মুখের ছ…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
#শিরোনাম :আমি হারিয়ে যাইনি
#কলমে:পিংকি দাস
#তারিখ:৫/১০/২০২০
🌹🌹🌹🍃🍃🍃🍃🌹🌹🌹
চারিদিকে ফ্ল্যাশ লাইটের ঝলকানি,
লাইট ক্যামেরা অ্যাকশনের চিৎকার,
চলছে পোর্টফোলিওর শুটিং।।
দেওয়াল জুড়ে শুধু আমার সুন্দর মুখের ছবি।।
গোটা ম্যাগাজিন জুড়ে শুধু আমার সুন্দর মুখের
প্রশংসা।।
চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি,
হঠাৎ কিসের আওয়াজে চোখ মেলে তাকিয়ে,
চমকে উঠি।।
কোথায় গেলো আমার্ সেই সুন্দর টানা টানা চোখ
টিকালো নাক, ফর্সা মুখ?
কোথায় গেল আমার সেই টোল পড়া গাল?
তার বদলে এটা কি?
একটা বীভৎস কুচকানো, ঝলসানো, দলা পাকানো একটি মুখ।।
হঠাৎ চিৎকার করে উঠলাম.......
মনে পড়ে গেল সেই বীভৎস দিনের কথা
কিছু হিংস্র হায়নার কুপ্রস্তাবে
রাজি না হওয়ায়,আমার সুন্দর স্বপ্নে
এক বোতল অ্যাসিড ছুড়ে দেওয়ার কথা।।
আহ,কি অসহ্য যন্ত্রণা!
গোটা মুখ জ্বলে উঠল।।
হাত দুটো মুখে চেপে চিৎকার করে উঠেছিলাম সেদিন,
আর হায়নাগুলো আমার এই পরিণতিতে
পরম তৃপ্তি অনুভব করেছিল।।
আয়নায় নিজের রূপকে দেখে প্রচন্ড ভয়ে সংজ্ঞা হারিয়েছিলাম।।
নিজেকে শেষ করে দিতে চেয়ে ছিলাম।।
হঠাৎ মা দুর্গার অসুর নিধনের কথা মনে পড়ে গেল।।
ঠিক করলাম আমি নই,
মরবে ওই হায়না গুলো।।
আমার স্বপ্ন গুলো যারা নষ্ট করেছে তারা।।
তাদের এরকম করুণ পরিণতি না দেখা অব্দি
আমার যে নেই শান্তি।।
আজ আবার চারদিকে শুধু
ক্যামেরা ক্যামেরা আর ক্যামেরা।।
বিচারে ফাঁসির রায় বেরিয়েছে যে।।
সেই সেদিনের হায়না গুলো আজ কাঠগোড়ায়
মাথা নিচু করে দাঁড়িয়ে।।
আমার ঠোঁটের কোনে খেলে গেলো এক পরম তৃপ্তির হাসি।।
মাথা থেকে ওড়না টা আজ সরিয়ে ফেললাম।।
আজ সমস্ত সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজ যে
আমি।।
পুজো প্যান্ডেলে আমিই এখন থিম।
আমায় নিয়ে রয়েছে নামি দামি পরিচালকের ভাবনা।।
সবার মুখে মুখে আমার সাহসিকতার প্রশংসা।।
#নমস্কার#