Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কন্যা, আমি আজ আতঙ্কিত ---------------------------------------অভিজিৎ বড়ুয়া অভি------------------------------
কন্যা আমার, আমি আর কবিতা লিখবো নাআমি আজ আতঙ্কিত আমি আজ শঙ্কিত আমি আজ লজ্জিত আমি ব্যর্থ পিতাআমার কলম থমকে গেছেতোমার আর্তন…

 


কন্যা, আমি আজ আতঙ্কিত 

---------------------------------------

অভিজিৎ বড়ুয়া অভি

------------------------------


কন্যা আমার, 

আমি আর কবিতা লিখবো না

আমি আজ আতঙ্কিত 

আমি আজ শঙ্কিত 

আমি আজ লজ্জিত 

আমি ব্যর্থ পিতা

আমার কলম থমকে গেছে

তোমার আর্তনাদ আর্তচিৎকারে ।


কন্যা তোমাকে প্রথম বুকে জড়িয়ে

পিতার পরম মমতায় 

চেয়ে দেখেছি

নিষ্পাপ মুখ অপরূপ 

চোখে জল, গর্বিত 

আমি কন্যার পিতা ।


কন্যা তুমি প্রথম 

আমার হাত ধরে 

হয়েছিলে গৃহ হতে বাহির

তোমাকে প্রথম দেখিয়েছি 

বিশাল পৃথিবীর রূপ 

সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য 

পূর্ণিমার আলোর স্নিগ্ধতা

প্রকৃতির শ্যামলিমার বিপুল আয়োজন 

বিশ্ব তারকা নক্ষত্র মণ্ডল 

রাঙ্গামিটির রাঙ্গা মাটি 

পাহাড়ের আদি ঢং

শঙ্খ মাতামুহুরীর কুল কুল সুর 

হিমালয়ের হৈমশৈলী জল ।


আজ আমি আতঙ্কিত 

আজ আমি ভয়ে কম্পিত 

আজ আমি তোমাকে করেছি গৃহ বন্ধ ।


আমার ভয় বাহিরে হায়নার দল

প্রতীক্ষায় খুবলে নেবে তোমায় 

তোমার চিৎকার ,

' আমায় ছাইরা দাও' 

রক্তাক্ত তোমার ছোট্ট দেহ 

শাসক তোমার চিৎকারে অট্ট হাসে

নষ্ট রাজনীতি তোমার রক্তে নেত্য করে

লালা ঝড়ে মুখের দু'পাশের

 বিষ দন্ত হতে।


কন্যা আমায় ক্ষমা করো 

বাহিরে তারা আমার হাত থেকে 

তোমায় নেবে কেঁড়ে 

তোমার চরম লজ্জিত মুখ 

অশ্রু ভেজা চোখ 

অশান্ত কষ্ট চিৎকার ।


আমি কিভাবে সইবো

তোমার প্রতিটি কষ্ট লজ্জা 

আমার শ্বাস আঁকড়ে আসছে

আমি নিশ্বাস নিতে পারচ্ছি না 

শাসকের নির্লজ্জ মিথ্যাচার 

অট্ট হাসি উলঙ্গ নেত্রীত্ব 

আমি কান চেপে রাখি।


কন্যা আমি তোমার ব্যর্থ পিতা

আমি তোমার লজ্জিত পিতা

আমি তোমার কষ্টে কাতর পিতা

আমায় ক্ষমা করো

এই নিষ্ঠুর দেশে 

এই নিষ্ঠুর হায়নার রাজনীতিতে

এই নিষ্ঠুর শাসকের শাসনে 

আমি তোমায় জন্ম দিয়েছি।


আমায় ক্ষমা করো 

আমার শ্বাস আটকে আছে

আমার কলম থমকে গেছে

আমি নির্লজ্জ হয়ে

 কিভাবে কবিতা লিখি

 সুর তাল লয়ে? 


বাহিরে হায়নার চিৎকার 

বাহিরে নির্লজ্জ নেত্রীত্ব 

বাহিরে শাসকের অট্ট হাসি 

বাহিরে ব্যর্থ রাজনীতির নির্লজ্জতা

বাহিরে প্রশাসনের ব্যস্ততা

তোমাকে জ্বালাতে

জ্বল জ্বল জ্বলন্ত তোমার দেহ।


সেই ছোট্ট শিশু 

যে ছিলে হৃদয় জুড়ে

ছোট্ট হাত ধরে 

বের হয়েছিলে গৃহ হতে

দেখেছিলে

বাহিরের পৃথিবীর রূপ ।


আজ তুমি চরমভাবে 

আজ তুমি বীভৎসতায় 

আজ তুমি হায়নার নখে

আজ তুমি শাসকের মিথ্যাচারে

আজ তুমি প্রশাসনের সহযোগিতায়

আজ তুমি নির্লজ্জ রাজনীতিতে

আজ তুমি সমাজের নিস্তব্ধতায়

আজ তুমি বিবেকহীন সমাজের নির্লজ্জ

নিশ্চুপ নিত্য অট্ট হাসির মাঝে 

মৃত্যুর মিছিলে ।


চিতার লেলিহান শিখায় 

জ্বল জ্বল জ্বলন্ত আগুনকাষ্ঠ 

জ্বলছে তোমার দেহ 

জ্বলছে তোমার প্রস্ফুটিত কমল 

জ্বলছে তোমার রক্তপদ্মসন্নিভ গাত্রবর্ণ 

জ্বলছে তোমার সুবক্র ঠোঁটের হাসি

জ্বলছে তোমার স্বপ্ন 

জ্বল জ্বল জ্বলন্ত তোমার দেহ।


বিদায় কন্যা বিদায় 

জন্ম নিও না আর 

এই নির্লজ্জ নিষ্ঠুর দেশে

এই নির্লজ্জ নেত্রীত্বে

এই নির্লজ্জ সমাজে নির্লিপ্ততায়

এই নির্লজ্জ বিবেকহীন মানুষের মাঝে। 


বিদায় কন্যা বিদায়

আমি আর কবিতা লিখবো না

 আর এসো না কন্যা আমার 

দোয়াতকালির নীলবর্ণে

আমার কাব্য উপন্যাস গল্পে

বিদায় কন্যা বিদায় । ।


-------------------------------


05.10.2020

 কাতালগঞ্জ চট্টগ্রাম 

বাংলাদেশ