<<< স্ক্যারি টিচার >>>
একদিনও দেরি হয় না সোমা মিসের। একদম সময় করে আসা আর সময় মতো পড়া করানো। সব কিছু সময় ধরে ধরে এগোনো। মিসের নাম সোমা মল্লিক। উনি সব বিষয়ে বেশ পারদর্শী। ইতিহাস ভূগোল তো এতো সুন্দর বোঝায় মনে হয় যেন…
<<< স্ক্যারি টিচার >>>
একদিনও দেরি হয় না সোমা মিসের। একদম সময় করে আসা আর সময় মতো পড়া করানো। সব কিছু সময় ধরে ধরে এগোনো। মিসের নাম সোমা মল্লিক। উনি সব বিষয়ে বেশ পারদর্শী। ইতিহাস ভূগোল তো এতো সুন্দর বোঝায় মনে হয় যেন ভূগোল বইয়ের পাতায় লেখা ভৌগলিক পরিবেশে মুক্তাঙ্গনে উড়ে বেরাচ্ছি আমি।
সেদিনও এসেছিল পড়াতে আমাকে। তখন বাইরে চলছে মুসলধারে বৃষ্টি। সঙ্গে সঙ্গে হলো লোডশেডিং।চারিদিকে একে ঘুটঘুটে অন্ধকার তার উপর সোমা মিস দেখাচ্ছে ভূতের ভয়।
হঠাৎ মিস বলে উঠলো
" এই ভূতের গল্প শুনবি ?? "
আমি আর না করে পারলাম না। পরীক্ষাও প্রায় শেষ। আর কোন পড়াশোনার চাপ নেই। সখে আমিও বললাম " হ্যাঁ শুনবো তুমি শোনাবে মিস?
এই বলে মিস শুরু করল গৌতম বাবুর ভুতের গল্প।
সেদিন আর যাই হোক পড়াশোনা হল না। বেশ মজায় কাটল সন্ধে টা। সেইদিন মিসের অনেক রাত হল। পড়ানো প্রায় যখন শেষের দিকে তখন হঠাৎ খেয়াল হল মিসের মাইনা টা দেওয়া হল না। সারা মাস পেরিয়ে গেলো তবু সে মুখ ফুটে একবারও টাকা চাইল না। তাই আমি নিজে গেলাম পরের দিন মিসের বাড়িতে মাইনেটা পৌছে দিতে।
হঠাৎ আমার খেয়াল হলো মিসের পোশাক আচ্ছাদ দেখে মনে হয় না এই জরাজীর্ন বাড়িতে সে থাকতে পারে বলে। বাড়িটার বাইরে থেকে বহু বছরের একটা পুরনো তালা ঝুলছে। দোতলা পোড়ো বাড়ি।
এক সব্জিওয়ালা আমাকে অনেকক্ষন দেখার পর বললেন।
সব্জিওয়ালা:- কাকে চাইছেন এই বাড়িতে??
আমি:- আজ্ঞে আমি সোমা মিসের মাইনে দিতে এসেছি। কাল পড়াতে এলেন মাইনেটা নিয়ে গেলেন না আর আমিও দিতে ভুলে গেছি।
সব্জিওয়ালা :- আপনি কি পাগল নাকি?? সোমা মারা গেছে আজ 7 বছর। আর আপনি বলছেন কাল পড়াতে গেছে।
কথাটা শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটি সরে পড়ল। অবাক হলাম। বাড়িটার ব্যালকনি দিকে তাকিয়ে দেখি মিস দাঁড়িয়ে আছে। আর তার নজর আমার দিকে। অদ্ভুত ব্যাপার এটা যে তাঁকে আমি ছাড়া আর কেউ দেখতে পারছে না। সেই মুহূর্তে ফোন এলো আমার ফোনে।
"হ্যালো! সুনীল। আমি আজকে ৭টায় আসব পড়াতে তৈরি থেকো।"
মনের প্রশ্ন:- "কে সেই অবয়ব?? কে??"
ধন্যবাদ বন্ধুরা।
কলমে:- রঞ্জিত চক্রবর্তী
☠️☠️☠️☠️☠️☠️💀💀💀💀💀