Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মা ডেকো নাইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
কলম স্তব্ধ আজশব্দেরা প্রতিবন্ধী হয়েমৌন হয়ে গেছে।
হাজার হাজারস্বপ্ন দেখা চোখক্রোধে অন্ধ।কারা যেন চিৎকার করছেসত্য সেলুকাস!কী বিচিত্র এই দেশ।
ধান ক্ষেতের ধারেবসে থাকতো মেয়েটিবাপ মা সোহাগেনাম রেখেছিল ম…

 


মা ডেকো না

ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়


কলম স্তব্ধ আজ

শব্দেরা প্রতিবন্ধী হয়ে

মৌন হয়ে গেছে।


হাজার হাজার

স্বপ্ন দেখা চোখ

ক্রোধে অন্ধ।

কারা যেন চিৎকার করছে

সত্য সেলুকাস!

কী বিচিত্র এই দেশ।


ধান ক্ষেতের ধারে

বসে থাকতো মেয়েটি

বাপ মা সোহাগে

নাম রেখেছিল মণীষা।

রোজ স্বপ্ন দেখতো

সোনার ধান।


ওই দেখো

ওই ক্ষেতের ধারে

পুড়ছে ওর লাশ।

দেশ পুড়ছে।

দেশ তো মা।


তোমরা

 মা ডাকবে না

তফাত যাও সব।

নপুংসক এর মা হ ওয়া

অনেক লজ্জার।