Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম - "স্থিতধী মন" তারিখ - ১০.১০.২০২০  কলমে - বনশ্রী চৌধুরী ------------------------------------
রঙিন চশমা চোখে, রয়েছো সজ্জিত,ক্ষমতা নেই বোঝার, হও না লজ্জিত।উদ্ভ্রান্ত পথিক পথে ছুটছো পারাপার,জ্ঞানের রশ্মি ছুড়ে যে জমা…

 


শিরোনাম - "স্থিতধী মন"

 তারিখ - ১০.১০.২০২০

  কলমে - বনশ্রী চৌধুরী 

------------------------------------


রঙিন চশমা চোখে, রয়েছো সজ্জিত,

ক্ষমতা নেই বোঝার, হও না লজ্জিত।

উদ্ভ্রান্ত পথিক পথে ছুটছো পারাপার,

জ্ঞানের রশ্মি ছুড়ে যে জমালে প্রসার। 


ফুলের গন্ধে মধুপ মধু আহরণে,

জ্ঞানের প্রচার বাড়ুক তবে আচরণে।

জ্ঞানধারী লোক কত ভারিক্কি সাজেতে,

এপিঠ ওপিঠ খুঁজলে যাবে সে হাজতে।


ভেতরে কুরূপ ঢেকে ঢালো যত জ্ঞান,

ভাণ্ড ফুটো হয়ে পড়বে, রবে না মান।

স্বচ্ছ স্ফটিক অন্তর আর স্থিতধী মন

অনন্ত সাগরে ডুবে আনবো রতন।


সহাস্য বদনে সদা হাস্যোজ্বল মুখ,

গুণে-মানে স্বয়ংবর প্রাণোদিত সুখ।

কারো হৃদি তলে যে তুমুল ঝড় চলে,

বোঝে না মোটে সে কভু কোনো ছলে।