Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বেখেয়াল                 হেমন্ত সরখেল | 
এই শীতের মুখে হঠাৎ করে      তুমুল ঝড়-বৃষ্টি,      এ কী অনাসৃষ্টি!আম লিচু পাশাপাশি ডালের ওপর ডাল   একটা নড়লে দুটোই নড়ে         বড্ডো বেখেয়াল!
ঝড়ের মাতন সই'ল দুজন আয়েস করে বেশঅসময়ের বরিষণে …

 


বেখেয়াল

                 হেমন্ত সরখেল | 


এই শীতের মুখে হঠাৎ করে

      তুমুল ঝড়-বৃষ্টি,

      এ কী অনাসৃষ্টি!

আম লিচু পাশাপাশি ডালের ওপর ডাল

   একটা নড়লে দুটোই নড়ে

         বড্ডো বেখেয়াল!


ঝড়ের মাতন সই'ল দুজন আয়েস করে বেশ

অসময়ের বরিষণে নব প্রেমের উন্মেষ |

কেউ বোঝেনি কখন যেন হাওয়ায় গেছে ঝরে

ছোট্ট দোয়েল বাসা নিয়ে শুরুতেই শেষ করে!


সাঁঝের মুখেই পড়'ল নজর

ভাবছি, কী করি--

হঠাৎ দেখি ছানার খোঁজে এসে তড়িঘড়ি

ঠোঁটটা যেন হাত হয়েছে  নাড়ছে ক্রমাগত

বাচ্চা যদি না জাগে সে বাঁচবে আগের মতো?

আঁধার ঘনায় চারপাশে ওর জীবন ঘনায় কই

কতরকম শব্দ - যেন ফুটছে দ্রোহের খই

এমন সময় পূর্ণিমা তার রসালো ঠোঁট নিয়ে

দিলো মৃত ছানার মায়ের দেহ ভিজিয়ে

সেদিক পানে বারকতেক নজর মাপা হলে

শেষবারের জন্য মায়ের ঠোঁটটি অবহেলে

নাড়িয়ে খুকির দেহখানা ফুড়ুৎ গেল উড়ে

অসময়,ঝড়-বৃষ্টি,বাঁশী কাঁদে করুণ সুরে...


মান'ল রীতি আসবে যে ঝড় যখন খুশি তার

ছোট্ট প্রাণও পাবে না ছাড়- এটাই এক্তিয়ার

তবু আবার পূর্ণিমার স্নিগ্ধ পরশ মেখে

ছুটবে জীবন উড়বে দোয়েল মরণ পাশে রেখে...

                   ★★★