মেরুদন্ড দায়িত্বে রাখুনকুমকুম চৌধুরী
ভাঙাচোরা বেচবেন ভাঙাচোরা..ভাঙাচোরা মেরুদন্ড বেচুন ভাঙাচোরা..আঁতকে উঠলাম!উঠে বসে নড়েচড়ে দেখলাম আমারটাওভেঙেছে কিনা!নেতার মেরুদন্ড ভেঙেছে লোভআমলা পুলিশের শাসকধর্ষিতার পরিবারের ভেঙেছে ভয়আইনের ভেঙেছ…
মেরুদন্ড দায়িত্বে রাখুন
কুমকুম চৌধুরী
ভাঙাচোরা বেচবেন ভাঙাচোরা..
ভাঙাচোরা মেরুদন্ড বেচুন ভাঙাচোরা..
আঁতকে উঠলাম!
উঠে বসে নড়েচড়ে দেখলাম আমারটাও
ভেঙেছে কিনা!
নেতার মেরুদন্ড ভেঙেছে লোভ
আমলা পুলিশের শাসক
ধর্ষিতার পরিবারের ভেঙেছে ভয়
আইনের ভেঙেছে তার ফাঁক ফোকর।
মেরুদন্ড সারাবেন মেরুদন্ড
বাঁকা মেরুদন্ড, ঘুন ধরা মেরুদন্ড..
ফেরিওয়ালা আবার হেঁকে যায়..
আঁতকে উঠলাম আবার?
আমার মেরুদন্ড সোজা আছে তো?
ঘুন ধরেনি তো?
এখনো সন্দেহ আছে নাকি মশাই!
জনগণের মেরুদন্ডেতো সেই কবেথেকেই মরচে।
নইলে কি আর ধর্ষকের রঙ খুঁজি?
লাল,সাদা,গেরুয়া,সবুজ!
নাকি জাত খুঁজি!স্বজাত নাকি বেজাত!
নাকি অপেক্ষা করি নিজের পালা আসার!
নাকি জ্বালিয়ে দিই ধর্ষিতার দেহ
আর আদালতে বলি ধর্ষক তো নাবালক!
আজ এক্সরে মেশিনে বিজন বাবুর মেরুদন্ডটা
খুঁজেই পাওয়া গেল না
না না অবাক হবেন না,আপনারটাও হয়ত
পাওয়া যাবে না।
অফিস থেকে ফিরতে রাত হয় বিজনবাবুর
রোজ দেখেন রেল ব্রিজের নীচে
পাগলিটার বলাৎকার,পচা গুন্ডার ছেলেদের হাতে।
চুপ থাকতে থাকতে মেরুদন্ডটা ক্ষয়ছিল।
আজ দু রাত্তির পর তার নিজের মেয়েকে
ফেরত দিয়ে গেল গুন্ডা পচা
শাসিয়ে গেল,
পুলিশকে কিছু জানানোর সাহস হলো না তার।
সেখানে ল্যাবে টেস্ট হতেই দেখা গেল
আজ বিজনবাবুর মেরুদন্ডটা নেই।
এখনো সময় আছে,জাগো জনগণ জাগো
বিজন বাবুর মত নিজের পালা আসার অপেক্ষা
আর নয়।
আমার তো হয়নি ভাবা ছাড়ুন
মোমবাতির জ্বেলে রাতে শান্তির ঘুম ছাড়ুন
জ্বালিয়ে দিন সেআইন যে বলে ধর্ষক নাবালক
ধর্ষক বুঝতে পারেনি
উৎপাটন করুন সে রঙ সমূলে যে
ধর্ষিতার জাত দেখে,চরিত্র বিচার করে।
কোমরটা এপাশে ওপাশে ঘোরান
যোগাভ্যাস করুন,
নিজের মেরুদন্ড নিজের দায়িত্বে রাখুন
প্লিজ....