Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পদপিষ্ট কাদামাটি           প্রদীপ সেন আগরতলা, ০৫/১০/২০
তোমার দুঃখ আর কেউ বুঝুক না বুঝুক আমি তো বুঝি,  বিশ্বাস করো ওরা আজ তোমায় ব্রাত্য, অপাংক্তেয় ভাবে ? ভাবুক। ওদের দোষ কি বলো? বোধের ধারাস্রোতে জমেছে যে আবর্জনা মাটি-কাদার কাঁদা ওদ…

 


পদপিষ্ট কাদামাটি 

          প্রদীপ সেন 

আগরতলা, ০৫/১০/২০


তোমার দুঃখ আর কেউ বুঝুক না বুঝুক 

আমি তো বুঝি,  বিশ্বাস করো 

ওরা আজ তোমায় ব্রাত্য, অপাংক্তেয় ভাবে ? ভাবুক। 

ওদের দোষ কি বলো? 

বোধের ধারাস্রোতে জমেছে যে আবর্জনা 

মাটি-কাদার কাঁদা ওদের বোধগম্য হবার কথা নয়। 

আমি মূর্তিকারের পদতলে তোমায় পিষ্ট হতে দেখেছি 

দেখেছি তোমার অপাংক্তেয় হতে দেবত্বে উত্তরণ

তাই এবেলায় তোমার ভাবী প্রতিষ্ঠার কল্পনায়

প্রণাম ঠেকাই,  কি জানি পরে ভিড়ে ভিড়ে তোমাকে 

প্রণাম ঠেকাবার সুযোগটুকু পাবো কি পাবোনা।