Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তোকেই খুঁজি 
মৃত্যুঞ্জয় সরকার 
০৩/১০/২০
বেদজ্ঞ পুরোহিত বলেছিলো তোর জন্মক্ষণে অগ্নিকন্যা হবি সনাতনী আচারে অভিষিক্তা হলি জন্ম মাত্র শঙ্খ উলুর ধ্বনি বৈদিক শুদ্ধাচারে.. 
যতোই দেখেছি তোকে অবাক হয়েছি প্রতিবার প্রতিবাদ মিছিলে দেখেছি তোর মুষ…

 


তোকেই খুঁজি 


মৃত্যুঞ্জয় সরকার 


০৩/১০/২০


বেদজ্ঞ পুরোহিত বলেছিলো 

তোর জন্মক্ষণে অগ্নিকন্যা হবি 

সনাতনী আচারে অভিষিক্তা হলি জন্ম মাত্র 

শঙ্খ উলুর ধ্বনি বৈদিক শুদ্ধাচারে.. 


যতোই দেখেছি তোকে অবাক হয়েছি প্রতিবার 

প্রতিবাদ মিছিলে দেখেছি তোর মুষ্টিবদ্ধ হাত 

উদভ্রান্তের মতো ছুটে গেছিস অসহায় মুমুর্ষ মানুষের পাশে 

স্বপ্ন জাগিয়ে স্বপ্ন হয়ে গেলি আজ... 


আমার মনে সোয়াস্তি নেই জেগে আছে নৈরাশ্যের ক্ষোভ 

ফিরবো বলে ফিরলি কোই ফেলে গেলি বিবর্ণ বর্ণমালা 

ওৎ পেতে বসেছিল হায়নার দল 

চেটে পুটে ক্ষতবিক্ষত করে দিলো কৌমার্য্য 

রেহাই মেলেনি তবু রক্ত গঙ্গায় ভেসে গেছে মানসম্ভ্রম 

আগুন হল্কায় পুড়ে পুড়ে হয়ে গেলি ছাই... 


কালো পতাকায় মোড়া ছিলো স্বপ্নময় মুখ 

মোমবাতির আলোয় জ্বলে উঠেছিল সর্ব শরীর 

বিচারের বাণী নৃভিতে মুখ গুঁজে কেঁদেছিলো 

পশুদের হয়নি সাজা, বিক্রি হয়ে গেছে মানবতা... 


অলস ভাবে আজও ছুটে চলি তোকেই খুঁজি ভিড়ে 

ধর্ষণের খবরে অগ্নি শিখা দেখি, ইচ্ছে হয় খোলা মাঠে 

পাথরে থেঁতলে থেঁতলে গুলি করে হত্যা করি ধর্ষক পাপি 

বৃদ্ধ বাপেদের স্বপ্নেরা চুরি হয় বারেবারে, অঙ্গারে মিশে যায় 

তবু প্রানপনে লড়ে যায় নতুন আইন আন্দোলনে...


রচনাকাল :পনেরোই আগস্ট দু হাজার সাত 

"আভোগ"নান্দুর, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত 


 সর্বস্বত্ব লেখক এর নিজস্ব