Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগীতা03/10/2020
শিরোনাম-বৃষ্টি
কলমে-অতনু সেনগুপ্ত
খোলা জানলা--------উদাসী শ্রাবণী সমীরনের সাথে দুঃখ্ ভাগ করাসেই বিকেল!!আমার আজও মনে পড়ে
জানলা খোলা,ভেতরে তপ্ত শ্বাসসেদিন আসবে বলেও-------------এল বৃষ্টি।আলো নিভে আসা …

 


দৈনিক কবিতা প্রতিযোগীতা

03/10/2020


শিরোনাম-বৃষ্টি


কলমে-অতনু সেনগুপ্ত


খোলা জানলা--------

উদাসী শ্রাবণী সমীরনের সাথে দুঃখ্ ভাগ করা

সেই বিকেল!!

আমার আজও মনে পড়ে


জানলা খোলা,ভেতরে তপ্ত শ্বাস

সেদিন আসবে বলেও-------------

এল বৃষ্টি।

আলো নিভে আসা অন্ধকারে

বারবার রঙিন বিদ্যুতের চঞ্চলতায়

তোমার মুখটাই ভেসে আসছিল।

প্রবল বর্ষণ,ভিজে গেল কয়েক পাতা---------

তারপর---------বৃষ্টি থামলে

সাঁঝের পাখিরা ফিরে গেল যে, যার কুলায়।


রাস্তা ধুঁয়ে বয়ে গেল বহুদিনের জমা জল


কিন্তু একটুও বৃষ্টি এলো না,আমার ছাঁচে

এই খোলা জানলায়,এখনো আকাশ আসে,বাতাস আসে,পূর্ণিমার আলো আসে।


কিন্তু ঝম্ ঝমিয়ে বৃষ্টি আর আসে না----------------