দৈনিক কবিতা প্রতিযোগিতা
গদ্য কবিতা - দরবারশ্যামল ব্যানার্জী ১৯/১০/২০২০
বিষ্ণু কি অনন্ত শয্যায় আজও? মহেশ্বর এখনও ধ্যানমগ্ন নির্বিকল্প সমাধিতে,তিনিও জাগবেন কবে নেই ঠিক।কার কাছে যাবো দরবার নিয়ে-চতুর মুখ ব্রহ্মার কাছে?না..না, সে …
দৈনিক কবিতা প্রতিযোগিতা
গদ্য কবিতা - দরবার
শ্যামল ব্যানার্জী
১৯/১০/২০২০
বিষ্ণু কি অনন্ত শয্যায় আজও?
মহেশ্বর এখনও ধ্যানমগ্ন নির্বিকল্প সমাধিতে,
তিনিও জাগবেন কবে নেই ঠিক।
কার কাছে যাবো দরবার নিয়ে-
চতুর মুখ ব্রহ্মার কাছে?
না..না, সে আর এক জ্বালা,
চার মুখে কেবলই বলে সে স্ববিরোধী
বিভ্রান্তিকর কথা।
তার চেয়ে যাই মানুষের দরবারে
হয়ে ফরিয়াদী,
বিবাদীর খুলে মুখোশ ওরাই আকাশে।
যাই, মানুষের দরবারে।
দরবার থেকে শুধুই ঘু'রি দরবার
বিচার দেখিনা কোথাও,
ব্যাঙের ছাতার মতো দেশ জু'ড়ে
মোড়লের আঁখড়া যত, সাজে ভগবান
দু চারটে অশিক্ষিত কুমতলবী।
কোথাও বা বিবস্ত্র নারী লজ্বায় ঢাকে মুখ,
মোড়োলের হাতে বিধান দন্ড দেখে
অসহায় মানুষ ,
শয়তান খুবলে খেয়ে যায় বিচারের নামে
নির্বিশেষে নারী পুরুষ।
কোথায় যাবো, কার কাছে
ভিক্ষা করা যায় একটু মানবিকতা ,
তরল গরলে যেখানে ভগবান নীল কন্ঠ
অবিরাম ঘুমের ভেতর,
কার কাছে মিলবে সুরাহা
নিশ্চিন্ত জীবন।
রক্ত, শিরা উপশিরা মাংসাশী চোখ
দেখেনা কখনও মনের চোখ দিয়ে,
সত্য সেলুকাস, কি বিচিত্র এ ই দেশ।
পরগাছা মানুষই ফুর্তি করে যায়
মানুষের কাঁধে দিয়ে ভর।
সেকালের দরবার বসেনা কোথাও আজ।
রাজন কহিলেন,- সত্য সেলুকাস,
কি বিচিত্র এ দেশ।