#কবিতা তুমি কার , কবির না আমার
কবিতা তুমি কার , কবির না আমার যদি তুমি কবির হও পদ্মপাতার জল নগ্ন বুকে এঁকেছি নিশিব্ধ ইস্তেহার রক্তিম কপাল ছুঁয়েছে দেহহীন দুটো নীল ঠোঁটহৃদয়হীন গলায় নাচে মুক্তোর হার কস্তুরীর সুবাস ছড়িয়ে সপ্তসুর বেজে …
#কবিতা তুমি কার , কবির না আমার
কবিতা তুমি কার , কবির না আমার
যদি তুমি কবির হও
পদ্মপাতার জল
নগ্ন বুকে এঁকেছি নিশিব্ধ ইস্তেহার
রক্তিম কপাল ছুঁয়েছে দেহহীন দুটো নীল ঠোঁট
হৃদয়হীন গলায় নাচে মুক্তোর হার
কস্তুরীর সুবাস ছড়িয়ে
সপ্তসুর বেজে ওঠে তানসেনের বীণায় ...
কবিতা তুমি কার , কবির না আমার
আর যদি আমার হও
তপ্ত সাহারার বুক চিরে
মরীচিকার পিছে মিছে আমায় খোঁজো
আমাকে খুঁজে পাবে গোরস্থানে
আলেয়ার আলো হাতে
নিজের কবর নিজেই খুঁড়ে চলেছি
একটি জ্যান্ত প্রেমিকের লাশ
রাতের কালো বাতাসে হাহাকারের ঘূর্ণিপাক
আমার মাঝে
আমি আমার 'আমি'-কে খুঁজি অনবরত
এবার বলো কবিতা তুমি কার
আমার না কবির ... !!
#সৈয়দ সওকাত হোসেন