. হ্যালুসিনেশন. ১৯/১০/২০২০ চন্দন মাজীসাগরের জলে ভেসে যাওয়া....দিগন্ত রেখায় দাঁড়িয়ে তোমাকে জড়িয়ে দু'হাত বাড়িয়ে আকাশ ছোঁয়া......চাঁদের জোছনায় মুখোমুখি বসে রাত জাগামনের মানুষের বুকে মাথ…
. হ্যালুসিনেশন. ১৯/১০/২০২০
চন্দন মাজী
সাগরের জলে ভেসে যাওয়া....
দিগন্ত রেখায় দাঁড়িয়ে তোমাকে জড়িয়ে
দু'হাত বাড়িয়ে আকাশ ছোঁয়া......
চাঁদের জোছনায় মুখোমুখি বসে রাত জাগা
মনের মানুষের বুকে মাথা রেখে শান্ত ঢেউয়ে
নিরুদ্দেশের পথে হারিয়ে যাওয়া...
এভাবে রাত কেটে ভোর দেখা কেমন হতো বলতো।
বাস্তব বড় নির্মম তোমার ওই দুঃস্বপ্নের চেয়ে।
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন স্বপ্নের ভাঙা তরী।
সুখ এখানে নির্মমতার বাংকারে আজো বন্দী।
ভালোবাসা ফর্মালিনের চমকিত্রাসে মুখরিত।
সময় এখানে প্রহর গুনে হিসেবের খাতা নিয়ে।
সোনালী বিকেল বেলা বালকার সুদূরে উড়ে চলা।
সারি সারি শান্ত মেঘের পাল তোলা নৌকার দোলা।
চঞ্চল মনে হাজারো বিবর্ণ স্মৃতির রোমন্থন করা।
তুমি কি বাস্তব না হ্যালুসিনেশনের মায়ায় ভাস।
তবে কেন ঝাপসা চোখের বেদনায় শুধু ঝরে পড়।
********