Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ঘটনা ঘটেছে
28.07.2020
হেতালের বনের পাশেবেতালের পদাবলী সুর
বেহুলার কলার ভেলাসতীত্বের আগুন খেলা
অলকায় ফাগুন আসেঘুঙুরের  আটক ফাঁসে
সুরোজিত পাগল হয়েঅপলক রইল চেয়ে
অতঃপর  নাচতে হলসংস্কার কেমন বল 
রাজনীতি সবটা ছিলবধূর 'পর দায়টা এলো
এভাবে তো…

 


ঘটনা ঘটেছে


28.07.2020


হেতালের বনের পাশে

বেতালের পদাবলী সুর


বেহুলার কলার ভেলা

সতীত্বের আগুন খেলা


অলকায় ফাগুন আসে

ঘুঙুরের  আটক ফাঁসে


সুরোজিত পাগল হয়ে

অপলক রইল চেয়ে


অতঃপর  নাচতে হল

সংস্কার কেমন বল 


রাজনীতি সবটা ছিল

বধূর 'পর দায়টা এলো


এভাবে তো কতই কাহন

সীতারও অগ্নি দহন


ভাবো এই পুরাণ নীতি

আছে যে সমাজ বিধি


পরিবর্তন কথার কথা

ভিতর মন আঁকছে ব্যথা ...


©Sonali Mandal Aich