Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবান্ন অভিযানে পাগড়ি বিতর্কে দেশ উত্তাল

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার কান্ড ঘটে পুলিশ আর বিজেপি কর্মী দের মধ্যে । জল কামান থেকে বেগুনি রঙ ,টিয়ার গ্যাস ও নির্মম ভাবে লাঠি চার্জ করে মমতার পুলিশ । কিন্তু হাওড়া ময়…

 

বিজেপির নবান্ন অভিযান

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার কান্ড ঘটে পুলিশ আর বিজেপি কর্মী দের মধ্যে । জল কামান থেকে বেগুনি রঙ ,টিয়ার গ্যাস ও নির্মম ভাবে লাঠি চার্জ করে মমতার পুলিশ । কিন্তু হাওড়া ময়দানে পাঞ্জাবি দেহরক্ষী বলবিন্দর সিং কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ও তার পাগড়ি খুলে যাওয়া নিয়ে নানা মন্তব্য ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের পুলিশের দিকে।

অভিযোগ পুলিশ নির্মম ভাবে একজন প্রাক্তন সেনা কর্মী কে মারধর করে।এমন কি তাঁর পাগড়ি খুলে দেয় ।

যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয় পাগড়ি পুলিশ খুলে দেয় নি।তাকে অস্ত্র সহ গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় ।
পাগড়ি বিতর্ক চলছেই। তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে ও অভিযোগ উঠেছে। কিন্তু সে সব ছাপিয়ে গেছে পাগড়ি বিতর্ক ।
ক্রিকেটার থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।কারন পাঞ্জাবি সমাজে পাগড়ি একটি পবিত্র জিনিস। আর তা নিয়ে উত্তাল দেশ।
বিজেপি যেমন এই নিয়ে পুলিশের সমালোচনা করে চলেছেন। সঙ্গে সঙ্গে তৃনমূলের ফিরদাস হাকিম বলেন , পুলিশ পুলিশের কাজ করবে।সেখানে হিন্দু না মুসলিম দেখার  দরকার নেই। আমিও বার বার গ্রেপ্তার হয়েছি। সেখানে আমার মাথায় টুপি না কপালে তিলক তা পুলিশ দেখেনি।
     এবারের নবান্ন অভিযান নিয়ে নানা তর্ক বিতর্ক উঠে আসছে। প্রথমে জল কামান থেকে রঙ মেশানো জল দেখে বিজেপির অভিযোগ ছিল রাসায়নিক মেশানো জল পুলিশ ছুঁড়ছে।পরে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় বলেন এটি হোলির রঙ। চিহ্নিত করনের জন্য এই জল ছোঁড়া হয়।
জল নিয়ে বিতর্ক থামতে না থামতেই উঠে আসে পাগড়ি বিতর্ক ।
ক্রিকেটার হরভজন সিং থেকে শুরু করে অনেকেই টুইট করেন।
নবান্ন অভিযানে পুলিশের আগ্রাসী মনোভাব নিয়ে আলোচনা কমলেও পাগড়ি বিতর্ক এখনো চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ইস্যুতে কথা না বলায় ক্ষুব্ধ অনেকেই।
অনেকেই চাইছেন তিনি বিবৃতি দিন।
পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষ থেকে অবশ্য সমস্ত ঘটনার উওর দেওয়া হয়েছে।
আইন চলুক আইনের পথেই।