Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম - অঙ্গবিকারকলমে - স্বপন চক্রবর্তী
পেটভর্তি খিদে নিয়ে আমি দাঁড়িয়ে।অতৃপ্তি বাসা বাঁধে উকুনের মতো সমস্ত রোমকূপে,আমার মগজে শিরায় শিরায় ।উজ্জ্বল দীপ্ত পৌরুষ আমার কপাল চিবুকে,বাজরার ক্ষেতে, রাতের শহরে আমি দাঁড়িয়ে।ক্ষুধার দেশে আম…

 


শিরোনাম - অঙ্গবিকার

কলমে - স্বপন চক্রবর্তী


পেটভর্তি খিদে নিয়ে আমি দাঁড়িয়ে।

অতৃপ্তি বাসা বাঁধে উকুনের মতো সমস্ত রোমকূপে,

আমার মগজে শিরায় শিরায় ।

উজ্জ্বল দীপ্ত পৌরুষ আমার কপাল চিবুকে,

বাজরার ক্ষেতে, রাতের শহরে আমি দাঁড়িয়ে।

ক্ষুধার দেশে আমার বীরত্ব অনির্বাণ শোকাগ্নি হয়ে ঝরে,

দুচোখ অশ্রু নিয়ে ভাসে যদি বেদনার কোলাহল

আমি থাকি অবিচল I

বুকের চিমনি দিয়ে উঠে আসে যদি কাতর তরঙ্গ রাশি

আমি পাথরের মুখ ভেঙে হাসি I

আমার বিস্তৃত নখ দিয়ে খুটে খুটে তুলে ফেলি স্বপ্নের রঙ,

একে একে উন্মোচিত হয় চামড়া, মাংস, অস্থিপঞ্জর।

সুখের লোভে কঙ্কালের সিঁড়ি বেয়ে নেমে আসি,

নামতেই থাকি,

অনন্ত পথ........

গভীর অন্ধকার I

আমার সুঠাম তেজস্বীতায় বেজে ওঠে পৌরুষ

আর গা ভর্তি চ্যাটচ্যাটে অসুস্থ সুখ।


দুটো ঠোঁট, গ্রীবা, চামড়া বলি তো নয়,

তারও  এমন জেদ জানাবেই পরিচয়।

দুটি চোখ দাঁড়ালো কান্নার ছোপ নিয়ে,

আমি বিরক্ত, বিরক্ত হতে থাকি তার ধৃষ্টতা দেখে

এতটুকু লজ্জাবোধ নেই ভেবে।

তবু সে বললে - চিনতে পারোনি বোধহয়

ন' মাস পার করে

বুকে নিয়ে আগলে ছিলাম মমতায়।


 ক্ষুধার দেশে নারী রেখে গেলো তার পরিচয়।