লক ডাউন লক ডাউনশুনশান রাস্তায়লক ডাউন লক ডাউন------ ----- ----–- ------ -----
মুখোশের আড়ালে।ভিজে-ভিজে দুই চোখপুলিশের উৰ্দিব্যাটনের থাক ভয়।
লক ডাউন লক ডাউনঝুপ ঝাপ ঝাঁপ ফেলা সাদা কালো সব টাকামন্দির দরজায়।
শুনশান রাস্তায়পাল বাবু ছাতা নি…
লক ডাউন লক ডাউন
শুনশান রাস্তায়
লক ডাউন লক ডাউন
------ ----- ----–- ------ -----
মুখোশের আড়ালে।
ভিজে-ভিজে দুই চোখ
পুলিশের উৰ্দি
ব্যাটনের থাক ভয়।
লক ডাউন লক ডাউন
ঝুপ ঝাপ ঝাঁপ ফেলা
সাদা কালো সব টাকা
মন্দির দরজায়।
শুনশান রাস্তায়
পাল বাবু ছাতা নিয়ে দত্তের বাগানে
সুপুত্র লন্ডনে, পিতা মাতা খাবি খায়।
মাতা গেল করোনায় বস্তায় বন্দী।
লক ডাউন লক ডাউন
শুনশান রাস্তায়
ঝিক ঝিক রেলগাড়ি কারসেডে ঘুম যায়।
ডাক্তার ভগবান, দেবদূত, ফারিস্তা
কাল যদি ফিরে আসে!!
লাঠি মেরে করব শায়েস্তা।
শুনশান রাস্তায় উর্দিরা গান গায়
নবীনা বধূরা, ম্যাক্সিটা পাল্টায়
শিশুরা অবাক হয়ে দরজায় তাল দেয়।
শুনশান রাস্তায়--
হেলমেট ফেলে ঘরে লুকছুপ বাইকে
পুলিশের লাঠি খেয়ে কালসিটে হাতড়ায় !!!!!
পাঁচতারা হোটেলে!!
দারোয়ান, ঝিম মেরে ঘুম যায়
রাস্তার কচুরি সস্তায় শেষ হয়।
শুনশান রাস্তায়
ওই যায়---সাদা গাড়ি
কালো টাকা লেনদেন।
জীবিকার সন্ধানে
দিননাথ ছুটে যায়।
মারাঠার রাস্তায়, পথ ভুলে
দীননাথ ভগবান হয়ে যায়।
শুনশান রাস্তায়
লক ডাউন লক ডাউন
।।।।। ছুটি চায় ছুটি চায় ।।।।।