Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ইভেন্ট --- দৈনিক কবিতা সম্মাননা প্রতিযোগিতাকবিতার নাম ---- ফিনিক্সকলমে ---- ব্রতশ্রী বোস তারিখ ---- ১২.১০.২০২০
সেই চোখজোড়া আকাশের বুকেবসত করে যে রোজ ;রোদ্দুর আর পড়ন্ত মেঘকড়া নেড়ে নেয় খোঁজরামধনু আঁকা কিছু হীরেমোতিমায়াবী আলোর রে…

 


ইভেন্ট --- দৈনিক কবিতা সম্মাননা প্রতিযোগিতা

কবিতার নাম ---- ফিনিক্স

কলমে ---- ব্রতশ্রী বোস 

তারিখ ---- ১২.১০.২০২০


সেই চোখজোড়া আকাশের বুকে

বসত করে যে রোজ ;

রোদ্দুর আর পড়ন্ত মেঘ

কড়া নেড়ে নেয় খোঁজ

রামধনু আঁকা কিছু হীরেমোতি

মায়াবী আলোর রেখা

সে চোখের কোণে বসত জমায়

অযুত চিত্রলেখা ! !

চোখ জুড়ে রাখা না বলা সে কথা

নীরব গভীর ত্রাস

লক্ষ্মণরেখা মেনে চলা আর

চির অজ্ঞাতবাস।

শিকড় ছড়ানো গহীন মরমে

ভ্রুকুটিতে জিজ্ঞাসা

মসীমুদ্রিত তামস রজনী

বৃথা ফেরবার আশা

ডাগর দুচোখে অভিমান জমে

বিষাদে মলিন , ক্ষীণ

দূরে সরে থেকে মনে মনে ভাবে

এমনই তো সমীচিন

নিযুত কাহিনী চাপা ওই বুকে

ইতিহাস আছে তারও

মাটির গভীরে শেকড় ছড়িয়ে

বাঁচে মহেঞ্জোদারো !


আজও চোখজোড়া নীরবেই খোঁজে

যাপিত সে সব দিন

রাত যত বাড়ে চুপিসাড়ে ঝরে

বিঁধে থাকে আলপিন !

উড়িয়ে ফানুস বিষাদবাষ্প

চাপা বালিশের তলে

গাংচিল ওড়ে একলা আকাশে

 মরণের কথা বলে

ধুয়ে গেছে সব অভিসারী বেলা

এখন ধূসর দিন ;

ফিনিক্স হবার পরেও ভেবেছে

এমনই তো সমীচিন ....