Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
শিরোনাম – আগুন কলমে – সর্ব দমন বোস তারিখ – ১৩/১০/২০
শস্য-শ্যামলা সুন্দর পৃথিবী,সৌরজগতের এক অপার বিস্ময়, পাথর মাটির পাহাড় জলাশয়,বন জঙ্গল প্রাণচঞ্চল রয়।
মনের আনন্দে আছে চাষী , চরকার সুতোয় ব্যস্…

 


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা


শিরোনাম – আগুন 

কলমে – সর্ব দমন বোস 

তারিখ – ১৩/১০/২০


শস্য-শ্যামলা সুন্দর পৃথিবী,

সৌরজগতের এক অপার বিস্ময়,

 পাথর মাটির পাহাড় জলাশয়,

বন জঙ্গল প্রাণচঞ্চল রয়।


মনের আনন্দে আছে চাষী , 

চরকার সুতোয় ব্যস্ত তাঁতী,

নানা কাজে ব্যস্ত পৃথিবীবাসী,

বাড়ছে জনপদ বাড়ছে লোভী।


লোভ লালসা হিংসা বাসা বাঁধে,

কতিপয় মনুষ্য রুপি মানুষের মনে,

যাদের রাক্ষুসে স্বভাব আছে,

যারা আছে বিকৃত মান হুষে।


সুখ গেল শান্তি গেল ধীরে,

চাষির ঘরে শস্য কইরে,

তাঁতী বসে তাঁত ছেড়ে,

আকাল লেগেছে ঘরে ঘরে।


খাদ্য বস্ত্র পাবে কোথায়,

মজুতদার করেছে সঞ্চয়,

ঊর্ধ্ব মূল্যে বিক্রি করে,

মুনাফা করে ভুঁড়ি বাগায়।


লেগেছে আগুন প্রতি ছত্রে ছত্রে,

নিয়ম কানুনের নেই বালাই,

সুখ-শান্তি রহন  সহন,

মহাজন অক্লেশে প্রাণবধে তাই।


আগুন তার কাজ করে,

পোড়ায় যা পায় কাছে,

পোড়াতে পারে না সে,

মনের কালিমা যা আছে।


সৃষ্টিতে চাই অবশ্যই আগুন,

আগুন ছাড়া নয় উন্যয়ন,

সর্বস্তরে কোন না কোন ধাপে,

আগুন থাকে সর্বাগ্রে।


লাগুক আগুন পোড়াক সব,

লোভ-লালসা হিংসা-বিদ্বেষ,

জাতের নামে বজ্জাতির বেশ,

এইগুলো পুড়িয়ে বাঁচাও দেশ।