Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা
#যেখানে_সন্ধ্যা_নামে...
                      মনিকান্ত  ।         ০৯/১০/২০২০=====================================
হয়তো আরও একটু আঁধারের গভীরতা মাপতে চাইছে আকাশ... 
যেখানে বৃষ্টি মেখে ভিজে যেত গাছেদের সারি, যেখানে অচেনা ম…

 


#বিভাগ_কবিতা


#যেখানে_সন্ধ্যা_নামে...


                      মনিকান্ত  ।         ০৯/১০/২০২০

=====================================


হয়তো আরও একটু 

আঁধারের গভীরতা মাপতে চাইছে আকাশ... 


যেখানে বৃষ্টি মেখে ভিজে যেত গাছেদের সারি, 

যেখানে অচেনা মেঘ মিশে যেত বারান্দার আলিঙ্গনে, 

সেখানে আজ অজানা কোন কাহিনীর নিভৃত অন্তরাল... 


যেখানে প্লাবিত নদীর বুকে চলতো স্বপ্নের আনাগোনা, 

যেখানে ছোঁয়াচে ভালোবাসায় রচিত হত কাব্যিক উপাখ্যান, 

সেখানে এখন আবেগী অধ্যায়ের অমলিন সুর... 


যেখানে গোধূলির আবেশে ধরা দিত 

বিস্তৃত অরণ্যের রূপকথা, 

সেখানে আজ গাছের পাতার ফাঁকে 

সন্ধ্যা নামে। অকারণে।


                       /////////////////////////