Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা 'ফাঁকি'সুদীপ রায়০৪.১০.২০২০...... 
ফাঁকি , ফাঁকি , ফাঁকি ঘরের ভেতর ঘর বানিয়েতার ভেতরে থাকি ।ঘরের মধ্যে ঘর, সেই ঘরেতে দুজন তবুঅচিন পরস্পর ।ঘরের দোরে নদী, নৌকো বাঁধা, ঘরের মানুষ চাইত শুধু যদি, একসাথেতে দুইজনাতে ভাসিয়ে …

 


কবিতা 

'ফাঁকি'

সুদীপ রায়

০৪.১০.২০২০

...... 


ফাঁকি , ফাঁকি , ফাঁকি 

ঘরের ভেতর ঘর বানিয়ে

তার ভেতরে থাকি ।

ঘরের মধ্যে ঘর, 

সেই ঘরেতে দুজন তবু

অচিন পরস্পর ।

ঘরের দোরে নদী, 

নৌকো বাঁধা, ঘরের মানুষ 

চাইত শুধু যদি, 

একসাথেতে দুইজনাতে 

ভাসিয়ে দিতেম ভেলা,  

আগের মতো শরীর ছুঁয়ে

চলত মনের খেলা ।

সেসব এখন স্মৃতি । 

পিঠের সাথে পিঠ লাগিয়ে

ভালবাসার ইতি ।

নিজের ছায়া খুঁজতে গিয়ে

বিশ্ব ভুলে থাকি ।

পিছন ফিরি খুঁজতে ছায়া

কোথায় ছায়া ... ফাঁকি ।  

আয়না ভেঙ্গেই বুঝি, 

টুকরো কাচের কোলাজ বানাই

মনের মানুষ খুঁজি ।


এক ঘরেতে থাকি ।

কেউ চিনিনা আরেকজনায়

ফাঁকি , ফাঁকি , ফাঁকি । 

...................