Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দৈনিক_সাহিত্য_সম্মাননা#বিভাগ_কবিতা#শিরোনাম_ইতিহাসের_শ্বেতপত্রে #কলমে_বীরেন_আচার্য্য #২রা_অক্টোবর_২০২০
ইতিহাসের শ্বেতপত্রে -----------------------আজ সেই পবিত্র জন্মের মহালগ্ন ! হিংসার রক্তমেঘ-প্রান্তে জলদর্চিরেখার মতো যে গৌরব সূর্…

 


#দৈনিক_সাহিত্য_সম্মাননা

#বিভাগ_কবিতা

#শিরোনাম_ইতিহাসের_শ্বেতপত্রে 

#কলমে_বীরেন_আচার্য্য 

#২রা_অক্টোবর_২০২০


ইতিহাসের শ্বেতপত্রে 

-----------------------

আজ সেই পবিত্র জন্মের মহালগ্ন ! 

হিংসার রক্তমেঘ-প্রান্তে জলদর্চিরেখার মতো 

যে গৌরব সূর্যের ঘটেছিল  আত্মপ্রকাশ - 

সার্বভৌম জীবন শিখায় হয়েছিল আলোকিত 

বিশ্ব-দেবতার মন্দির প্রাঙ্গন ; 

আজ তো সেই ২রা অক্টোবর । 

ভুবনেশ্বরের মন্দির-তলে করেছিলে শুরু 

লাঞ্ছিত ,অবহেলিত মানবতার আরতির আয়োজন;

লজ্জার অনুশোচনায় চরম সে অনুভূতি -

মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় দেহ-ধর্মে নয় ,

নয় তা জন্মসূত্রে - পরিচয় উঠুক ফুটে 

আত্মার আলোকিত জ‍্যোতির শিখায় ।

বছর আসে বছর যায় , ইতিহাসের শ্বেতপত্রে 

জাতি ফেলেছে অনেক অশ্রু , ঝরেছে রক্ত ; 

তবুও কালের চেতনায় মহাত্মারা হয় না বিলীন- 

প্রতিবার রেখে যায় ধরণীর পাত্রে 

জন্মদিনের উপহার সবার অলক্ষ‍্যে- 

যেমন রেখে গেল দ্বিশতবর্ষের সমাপ্তির সমাহারে 

বিকশিত একটি শুভ্র সমুজ্জ্বল শতদল । 

সত‍্য যেখানে জীবন ছন্দ , স্বাধীনতা স্বপ্ন - 

অহিংসার মন্ত্রে জীবনই ছিল জীবনের বাণী ; 

আজ সেই বাণীময় ২রা অক্টোবর ।

শূন‍্য বাগাড়ম্বর নয়, নয় আনুষ্ঠানিক আড়ম্বর - 

দিশাহীন জাতি যেন পায় স্বচ্ছতার আলো , 

জ্ঞানের আলো , স্বরাজের আলো জীবনের ঘাটে ; 

শ্রেণীহীন, শোষণহীন সমাজের স্বপ্নটা যে 

তোলাই রইলো তোলা কাপড়ের মতো 

মেকি দেশপ্রেমের তোরঙ্গে । 

বছর আসে , বছর যায় - 

ইতিহাসের শ্বেতপত্রে রয়ে যায় তারিখটা - 

২রা অক্টোবর - জন্মেছিলেন জাতির জনক ।