বিষয় _ নিবন্ধনাম _ নীরবতালেখিকা _ লিপিকা দত্ত সরকাররচনা কাল _ 7. 10. 2020 ( বুধবার)তারিখ_ 9. 10. 2020
কিছু না বলেও অনেক সময় অগণিত কথা থাকে নীরবতার মাঝে লুকিয়ে।
পাল্টে যাওয়ার সন্ধিক্ষণ বা পাল্টে যাওয়ার অনেক কারণ নীরবতা।
নীরবতা অনে…
বিষয় _ নিবন্ধ
নাম _ নীরবতা
লেখিকা _ লিপিকা দত্ত সরকার
রচনা কাল _ 7. 10. 2020 ( বুধবার)
তারিখ_ 9. 10. 2020
কিছু না বলেও অনেক সময় অগণিত কথা থাকে নীরবতার মাঝে লুকিয়ে।
পাল্টে যাওয়ার সন্ধিক্ষণ বা পাল্টে যাওয়ার অনেক কারণ নীরবতা।
নীরবতা অনেকটা আলোর মতো। আলো যেমন সাতটি রঙের সমষ্টি, সাতটি রঙ এক হয়ে আমাদের চোখে আলো হয়ে ধরা দেয়, তেমনি অনেক কিছুই অন্তরে লুকিয়ে রেখে নীরবতার রূপ ধারণ করে।
নীরবতা অনেক সময় বৃহৎ ঝড়ের পূর্বাভাস।
নীরবতা অনেক সময় পিছু হটার বা নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত।
নীরবতা ভয়ঙ্কর ঘৃণার সুপ্ত রূপ।
যখন আঘাত প্রাপ্ত হিংস্র বাঘ বা পরাজিত সৈন্যদল নীরবতা অবলম্বন করে, তখন বুঝতে হবে পিছু হটেছে আক্রমণ করে এখন সফল হবে না জেনে। নতুবা নতুন উদ্যমে ভয়ঙ্কর রূপে ঝাঁপিয়ে পড়বে বলে শক্তি সংগ্রহ করছে মনে ও দেহে।
উচ্চতম পাহাড়ের অনেক উচ্চস্থানে যে ধ্যান গম্ভীর নীরবতা দেখা যায়, হৃদয়ে অনুভব করা যায় অনেক না বলা কথা। মনের ভিতর এক শান্ত- সৌম্য- পবিত্র- সুন্দর চিন্তা ও শান্তি বিরাজ করে সেই পরিবেশে।
বৃহৎ বনভূমির গভীরে আছে এক অদ্ভুত নীরবতা। সেখানে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য, অনেক হিংস্র জীবজন্তুর সর্বগ্রাসী চোখ ও ক্ষুধা।
গভীর রাতের নীরবতা, কতো সুন্দর তার রূপ। মন শান্ত হয়ে যায়। কিন্তু অনেক কিছুই নীরবে ঘটে চলে প্রকৃতিতে ঐ নীরব রজনীতে।
যখন কোন মানুষ নিজের প্রিয় জনের উপর অসন্তুষ্ট হয়, তখন মান অভিমান চলে। দুচোখে ঝরে পড়ে অশ্রুধারা।
যখন প্রিয় জন সঠিক পথে না চলে বারবার আঘাত করে, তখন ঝগড়া- প্রতিবাদ- প্রতিরোধ চলে। দুচোখে তখন আগুন দেখা দেয়।
কিন্তু যখন প্রিয়জন প্রতিটি ক্ষণে বোঝানো সত্ত্বেও মন্দের সকল সীমা অতিক্রম করে, তখন নীরব হয়ে যায় বলার সব ভাষা। অবলম্বন করে নীরবতা। দুচোখে তখন উদাসীনতা।
নীরবতা অনেক সময় নিরুচ্চারিত প্রতিবাদ।
নীরবতা কখনো সীমাহীন যন্ত্রণার নিভৃত রক্তক্ষরণ।
নীরবতা কখনো সব কিছু শেষ হয়ে যাওয়ার পরিপূর্ণ ইশারা।
নীরবতা কখনো নতুন করে বেঁচে ওঠার জন্য বুক বাঁধার ইঙ্গিত।
সব হারিয়ে ফেলে পাহাড় প্রমাণ যন্ত্রণা- হাহাকার বুকে চেপে রেখে, সাগর সম অশ্রুজল চোখের ভিতর আটকে রেখে, ভয়ঙ্কর ঝড়ের মত কথার ঝড় মনের গভীরে বেঁধে রেখে নীরবতা অবলম্বন কোরো না বন্ধু কখনও।
তাতে নিজের ও আপনজনদের
খুব খুব খুব ক্ষতি হবে গো।
এসো বন্ধু নীরবতা পালন করি শুভ কর্মে পরিপূর্ণরূপে নিজেদের সমর্পণের জন্য, প্রকৃত শান্তির জন্য, প্রিয়জনের সাথে নিবিড় তম মিলনের পূর্ণ স্বাদ আস্বাদনের জন্য, নিজেদের প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য।
নীরবতা অবশ্যই অবলম্বন করবো নিজেদের সর্বশক্তিমানের অনুসন্ধানে ধ্যানমগ্ন করার সাধনায়।
*** শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।