Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাঃ কালভৈরবকলমেঃ শর্মিলা রায় তারিখঃ১৭/১০/২০২০
এ কেমন রাত!জোনাকির দপদপে আলো নেই,রাতচরা পাখিদের ডাক নেই,পাতাদের নেই কনাকানি।বাতাসের নেই ফিসফিস। 
এ কেমন রাত! তারাদের আলো নিভু নিভু,মেঘ পোশাকে, মনমরা ক্ষয়াটে চাঁদের আলো।
এসো কালভৈরবের …

 


কবিতাঃ কালভৈরব

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ১৭/১০/২০২০


এ কেমন রাত!

জোনাকির দপদপে আলো নেই,

রাতচরা পাখিদের ডাক নেই,

পাতাদের নেই কনাকানি।

বাতাসের নেই ফিসফিস। 


এ কেমন রাত! 

তারাদের আলো নিভু নিভু,

মেঘ পোশাকে, মনমরা ক্ষয়াটে চাঁদের আলো।


এসো কালভৈরবের বেশে।

গুঁড়ো গুঁড়ো করে  দাও,

নিথর রাতের অসহ্য নীরবতা।

মূক- বধির রাতের বুকে গেঁথে দাও,

ভাঙনের বিচিত্র  শব্দমালা---

কড়কড়,  গুরগুর, ঝনঝন।

নিশ্ছিদ্র  রাতের বুকে ঝরে পড়ো,

অঝোর অশ্রু  ধারায়।

নীরব রাতের বুক আলোড়িত  হোক,

তোমার ঝমঝম শব্দে। 

এসো, নিশ্চুপ  রাতের বুকে,লেপে  দাও,

তোমার মুখর কোলাহল।

রাত শেষে ভোরের মাধুরী মেখে,

ফিরে যেও তুমি।

ইতিউতি  পড়ে  থাক--

তোমার প্রলয় নৃত্যের সাক্ষর।