Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#তুমি_এলে_তাই ।#ধনঞ্জয়_ঘোষাল।#তারিখ_17_10_20#বিভাগ_গদ্য_কবিতা#
গভীর অন্ধকার আর বেশ গাঢ় ঘুম-চারদিক নীরব নিঝুম !শিশির পড়ার শব্দ গাছের পাতায়, অন্ধকার আর রাতের নীরবতায় তুমি এলে--তুমি এলে নিঃশব্দেতুমি এলে ওঁকার নাদে।তুমি এলে তাই শেফালী…

 


#তুমি_এলে_তাই ।

#ধনঞ্জয়_ঘোষাল।

#তারিখ_17_10_20

#বিভাগ_গদ্য_কবিতা#


গভীর অন্ধকার আর বেশ গাঢ় ঘুম-

চারদিক নীরব নিঝুম !

শিশির পড়ার শব্দ গাছের পাতায়, 

অন্ধকার আর রাতের নীরবতায় 

তুমি এলে--তুমি এলে নিঃশব্দে

তুমি এলে ওঁকার নাদে।

তুমি এলে তাই শেফালী মালতী জুঁই 

তুমি এলে বলে নদীর জল ছুঁই ছুঁই ।


দিনের দিবাকর বিদায় নিলে আমি ঘুমোতে চাই ,তবু ঘুম নাই 

তবুও তুমি এলে বলে জীবনের 

গন্ধ পাই -

হৃদয় পুড়ে যায় ,সময় পুড়ে যায় 

আমার সময় গুলো রোদ্র পোড়া 

দুপুর হয়ে যায়--

আমি তো চাইনি কোনদিন 

অন্ধকার ভেদ করে নীল আলোর দিন 

সোনালী রোদ্দুর চলে গেলে 

অগাধ ঘুম এক স্বপ্নীল 

আধো আলো আধো ছায়ায় 

আমার নীল গাঢ় নীল স্বপন 

ভেদ করে ভোরের পাখির মতো 

তবুও তুমি এলে ভৈরবী সুরে।


এতো দূরে--এতো মূঢ়তায় অজ্ঞানে

দেখাই হলো না তোমার আগমন 

যখন--সোনার স্বপন ঝরেছিল

নীরব শিশিরপাতের মতন; 

লোহার শেকল কেমন ভাবে 

জড়িয়ে রয়েছে আমার জীবনের নদী 

দেখেনি তো কেউ 

প্রবাহমান বেদনার ঢেউ।


অমার কোন অসীম আকাশ নেই 

আমার কোন উজ্বল স্বপ্ন নেই

আমার কোমল হৃদয় নেই 

উদারতা নেই ধরণীর মতো 

বাদলের মতো ধারা নেই 

ভেসে আছ কামনার জলে 

বেরিয়ে এলে না তো সবুজ অবনী তলে 

তবুও তুমি এলে যখন নির্জন হলো 

তখন কেন এলে সব ভেসে গেলো ।


উখরা : বর্ধমান :

পশ্চিম বাংলা:

ভারত।