ওহে চতুর্থ------- ✍মৌমিতা চক্রবর্তী
এই চতুর্থ, শোনো, শুনছো... কোথায় গো তুমি?
এই তো, পেয়েছি তোমায়বুঝিয়ে দাও উনিশ সূত্র বলতেই হবে, নো ছাড়াছাড়ি। অভিমানী হবো না আমি, হাতে তিল-তুলসী।
কেমন ছিল গো তোমার উনিশটি রাত? দুজনার…
ওহে চতুর্থ
-------
✍মৌমিতা চক্রবর্তী
এই চতুর্থ, শোনো, শুনছো...
কোথায় গো তুমি?
এই তো, পেয়েছি তোমায়
বুঝিয়ে দাও উনিশ সূত্র
বলতেই হবে, নো ছাড়াছাড়ি।
অভিমানী হবো না আমি, হাতে তিল-তুলসী।
কেমন ছিল গো তোমার উনিশটি রাত?
দুজনার শরীর- শরীর চিনেছিল
রুহ- রুহ স্পর্শ, সুগন্ধ ছড়িয়ে ছিল
জামবাটি সিক্ত বকুল?
বলো না, বলছো না কেন?
কি দেখছো ওই পাষন্ড রাজপথে
গন্ধ শুঁকছো পিচ গলা?
আমিও শুঁকেছি ওই উনিশটি রাত
সন্ধ্যামালতীর অন্ধকার ঝোপে নিঃশ্বাস নিচ্ছিল- অতিরিক্ত
শিশির মিটিয়েছে তৃষ্ণাকাতর গ্রীবার
বেঁচে থাকার আহ্লাদ!
ফুরসত পাওনি দেখবার
দায়বদ্ধ ছিলে রাতের বিছানার
হাতি-ঘোড়ার খোরাকি জোগাতে।
উনিশটি রাত সন্ধ্যার মেঘমালায় মুক্তো খোঁজেনি
তোমার দক্ষিণ গবাক্ষ।
সাবধানী তুমি, খুব জানতে-
জেগে আছে অতিরিক্ত ওই নির্বাসিত ঝোপে
কান পেতে শুনছে কামার্ত গোঙানি
পরিকল্পনা নিঁখুত ভবিষ্যৎ!
আমি তৃতীয় হতে পারবো না তোমার বুক পকেটে
ক্ষমা করো আমায়। করো ক্ষমা চতুর্থ।
উচ্ছে অহর্নিশে ক্ষমা সুন্দর তুমি।
---------