Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার মডারেটর সম্মাননা

*মিলনতিথি*
হ্যাঁ,আমি উন্মাদ সেটা তো তোমার জন্য,,ঈশ্বর করেছেন স্রষ্টা তোমাকেশুধু আমার জন্য।নতুন আঙ্গিকে বারবার আমি বিধস্ত, তোমার নিবিড় ঘন কালো মেঘের মতো কেশ সজ্জায়।তুমি যখন অধৈর্য্য হয়ে বসে পড়ো..যেন মনে হয় -আমার পৃথিবীর বুক থে…

 


*মিলনতিথি*


হ্যাঁ,আমি উন্মাদ 

সেটা তো তোমার জন্য,,

ঈশ্বর করেছেন স্রষ্টা তোমাকে

শুধু আমার জন্য।

নতুন আঙ্গিকে বারবার আমি বিধস্ত, 

তোমার নিবিড় ঘন কালো মেঘের মতো কেশ সজ্জায়।

তুমি যখন অধৈর্য্য হয়ে বসে পড়ো..

যেন মনে হয় -

আমার পৃথিবীর বুক থেকে

তোমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

তোমাকে আগলে ‌রাখতে চাই

আমার মনের গহীনে💗 ‌

যেখানে পাহারা দেবে স্বপ্ন,

আলোকিত করবে ভালবাসা💖

তোমাকে নিয়ে চলে ‌যাব 

মৃদু আলোর কোন এক শহরে,

যেখানে একাকী আনমনে,

তুমি আবিষ্কার করবে ‌আমার মনকে।।

সেখানে জল আকাশ 💦🌌

সংকেত দেবে আমাকে চিনতে।

প্রকৃতির এক অদ্ভুত মায়াময় জাদুতে,

চেতনা জাগাবে তোমার মনকে।

বাঁকা চোখে‌ যারা দেখেছিল‌‌ আমায়,

বন্ধুর ছদ্মবেশে🌚

তাদের তাচ্ছিল্য কে হার মানাতে 

তোমাকে হতে হবে দুর্ভেদ্য!!

মা কালীর বিভীষিকাময়  রুপে,,

জেগে উঠে বলতে হবে -

তুমি আমার তুমি আমার-ই👩‍❤️‍👨

নীলাকাশের নীচে ওই প্রকান্ড বট গাছ 🌳

তোমাকে আশ্রয় দেবে।

তোমার মাথা পর্যন্ত শাড়ির আঁচল 

আমাকে শান্তি দেবে।।

আমার কাছে বড্ড অচেনা..

তোমার এই  ভয়ংকর রূপ!

সেটাও তো আমার জন্য😌

এটাও আমার মস্ত আশীর্বাদ😇

ঈশ্বরের প্রেরণা:

এতদিন যারা উপেক্ষা করেছে আমাকে,,

আজ তারাই এলো আমাকে ধরতে।

তোমার তীক্ষ্ণ নখের আঘাতে 

তারা অসহ্য যন্ত্রনা নিয়ে ফিরে যাচ্ছে; 

আমি পরম শান্তি তে‌‌ 

কারণ, তুমি তো আছো আমার রক্ষার্থে ।।

গর্বে আমার চোখ অন্ধ ঠিক যেমন-

ঘন বনের মধ্যে সূর্যের আলো বিহীন অন্ধকার 🌑

আমি ভয় পাই নি, 

তুমি তো আছো 🥰

তোমার চোখের আলোতে আমাকে দেখাবে।

বিদ্রুপের হাসি হেসেছিল যারা

তোমার ভাষাহীন চোখের জলে,,

পিছলে পড়েছে ওই সড়কের ধারে।।

আমার মনে আলো‌‌ জ্বলে উঠলো

তোমার চোখে তখনও ‌চিকচিক করছে জল

আমি তোমাকে জড়িয়ে ধরলাম,,

এক অনাবিল সুখে‌😌❤️

পায়ের নিচে মাটি যেন আবার শক্ত হল।

স্মৃতির পাতায় থাকবে সব;

আমাদের করা ভালবাসার গল্পকথা।।

কোন‌ এক সমুদ্র পাড়ের মুহূর্তে 🌅

আমরা হস্তবন্ধনে আবদ্ধ❣️

ঈশ্বরের কাছে প্রার্থনা করি -

তুমি আমার আমি তোমার,

এখানেই থাকব সীমাবদ্ধ।।

                     *সাক্ষর*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*****বন্ধন***


বেসেছি যখন তোমাকে ভালো,,

আমি অল্প আলোয় থাকলেও

তোমাকে দেবো সূর্যের সব আলো☀️

ছাড়ব না তোমার হাত

মৃত্যুর আগে পর্যন্ত

 না শুধু এই জন্মে‌ নয়!!

আগামী জন্ম পর্যন্ত-ও একদম নয়!!

জন্ম-জন্মান্তর ধরে 

শুধু তুমি *আমার*💓

 তোমার ছবি সাজিয়েছি 

আমার মনের আয়নায়,,,

তোমাকে ভালবেসে ‌আমি 

দেখেছি জীবনের‌ অন্য রুপ।

তোমার দেওয়া দুঃখ গুলো

সেটাও খুশি দেয় আমাকে-

তোমার জন্য নিজেকে 

রাখতে পারি আমি বাজী।।

প্রতি‌ মুহূর্ত আমরা থাকব‌ এক

ছেড়ে যাবো‌ না তোমাকে👩‍❤️‍👨

রেখে যাবো মোরা ভালবাসার হাত।

কেউ‌ নিজেকে খুঁজে পায়,

কেউ ‌পায় মনের মানুষ,

আমার ভাগ্য,,

দর্শনে দর্শনার্থী তুমি।

দিলাম ‌কথা রাখবো তোমার মর্যাদা

মনের বন্ধনে থাকবো ‌আমরা 

থেকে যাবো জীবনভর।

ঋতু ‌তো আসে যায়, বর্ষা শেষে ফাগুন ও‌ আসে।।

ভালবাসা‌ ভরা এই মনে

আসুক ঋতু পরিবর্তন,,

শুধু ‌আমরা থেকে যাবো একভাবে👩‍❤️‍👨

                     *সাক্ষর*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

p>প্রেমের সড়ক

*************

ভালোবাসা মানে‌‌ কত‌ প্রশ্ন

তবুও ‌জড়িয়ে‌ ধরতে চাই এই‌ মন,

মনের শান্ত স্নিগ্ধ নিবিড় পথেই কেঁটে যায় সারাক্ষণ।

অনেক মুখের ভিড়ে খুঁজেছি তোমাকে..

তুমি এসেছ কাছে তাই😊

এমন হয়েছে তোমার অনুগামী

আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ,

আমার হতাশা মুখের  ভালবাসার হাসি তুমি।

সাগরের ঢেউ এর মতো গভীর🌊 তোমার ওই চোখের হাসি🤩

তোমাকে তাই জীবনে পেয়ে

বড্ড বেশি ভালোবাসি😍❤️

তোমার মনের পথে চলতে চলতে

আমার বুক কেঁপে ওঠে,

যখন-ই ছুঁয়ে দিলে আমার এই মন 

আমিও দিলাম আমার এই হৃদয়💓

তুমি আমার তপস্যার সাধনা-

তুমি আমার চঞ্চল মনের শান্ত কামনা।

না বলা কথা আজ বলবো না,

যা কিছু আছে বলার আজ বল না!!

তোমাকে চাই তাই দু-বাহু বাড়িয়ে আছি তোমার অপেক্ষায়💝

দিনের শেষে যখন আসবে অবেলা,

দুজনের ভালবাসার ছবি আঁকা হবে

মরুভূমির বালুকাতে🏜️

যদি আমি হেরে যাই বাস্তবতার নিরিখে,

আমাকে খুঁজে নিও

 ভালবাসার অস্তিত্বের মিছিলে।।

*সাক্ষর*

#লিখতে_ভালো_লাগে_তাই_লিখি

#লেখার_সাথে_ব্যাক্তিগত_কিছু_নয়