17/08/2017 1:16 am] Subhajit Singharoy: এইসময়*******-******
মৃগনাভিঅন্তরে খুঁজে ফেরেউন্মত্ত হরিণীকালকেতু ব্যাধ তবুবাধা পড়ে আছেসুগন্ধঋণী থাকে বাতাসের কাছে।
জঠরে যন্ত্রণা খোঁড়েএকবিংশ কালনীল গ্লাসে ডুব দেয় লাস্য কোলাহলরাত নাচেক্লান্ত…
17/08/2017 1:16 am] Subhajit Singharoy: এইসময়
*******-******
মৃগনাভি
অন্তরে খুঁজে ফেরে
উন্মত্ত হরিণী
কালকেতু ব্যাধ তবু
বাধা পড়ে আছে
সুগন্ধ
ঋণী থাকে বাতাসের কাছে।
জঠরে যন্ত্রণা খোঁড়ে
একবিংশ কাল
নীল গ্লাসে ডুব দেয় লাস্য কোলাহল
রাত নাচে
ক্লান্তি আনে
উলঙ্গ সকাল
জঠরে যন্ত্রণা বলে
একবিংশ কাল।
সাম্য তুমিকি বাড়ি ফিরেছিলে/ আজ পৃথিবীর কোনো কোনে সাম্যরা বাড়ি ফেরেনি/ তার একপাটি জুতো কারো পায়ে মাপ মত নয়/ খাপছাড়া একা সিন্ডারেলা তুমিও কি যৌনদাসী হবে!
সাম্যহীন কোলাহলে স্বেদ গন্ধ মাস/ তোমাকে পরিয়ে দেবে কবরের বাস/
নীল তিমি, নীল জল
নীল মৃত্যু ডাকে
অহল্যা একলব্য
নির্ভয়া নারী
যুগ থেকে যুগান্তর
হাতে হাতে পাড়ি
কুমারী পূজোর সাজে
সাজাই তোমাকে
মনের দরজা ধরে
নীল মৃত্যু ডাকে।
কস্তূরী
প্রশ্বাসে জড়াও তুমি
লালসা পাওয়ার,
হোমারের দৃষ্টি তবু
কণ্ঠে ধরা আছে
সুগন্ধ
ঋণী থাকে বাতাসের কাছে।
*******-*****
শুভজিৎ
[
17/08/2017 1:16 am] Subhajit Singharoy: এটা একটা experimental নতুন আঙ্গিক তৈরির চেষ্টা করেছিলাম - আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম😊