Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তুমি এলেই                   ==========
তুমি এলেইমন আকাশ রোদ্দুরে ঝলমলতুমি এলেই ঠোঁটের মাঝে তৃষ্ণা কাতরতা।তুমি এলেইরক্তে যেন মাদল বাজেতুমি এলেই পাঁজরে অচিন পাখি ডাকে।তুমি এলেইনিশ্বাসে বুনো ফুলের ঘ্রাণতুমি এলেইহাজার যন্ত্রনার অবসান।…

 


তুমি এলেই

                   ==========


তুমি এলেই

মন আকাশ রোদ্দুরে ঝলমল

তুমি এলেই ঠোঁটের মাঝে তৃষ্ণা কাতরতা।

তুমি এলেই

রক্তে যেন মাদল বাজে

তুমি এলেই 

পাঁজরে অচিন পাখি ডাকে।

তুমি এলেই

নিশ্বাসে বুনো ফুলের ঘ্রাণ

তুমি এলেই

হাজার যন্ত্রনার অবসান।

তুমি এলেই

মন হয় প্রজাপতি 

তুমি এলেই 

শরীরে টুপটাপ বৃষ্টি ।

তুমি এলেই

দেহমনে হাজার ঝাড়বাতি

তুমি এলেই

সোহাগ আদরে মাখামাখি।

তুমিই শেষকথা

তুমিই জীবনের জয়গাথা।।

                       ---    সুমিত্রা