Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-প্রোয়োজন বলেই ভালোবাসাকলমে-পা দ ক০৩/১০/২০২০
মনের মাধুরী দিয়ে সাত রঙে আমাকে তুমি এঁকেছ,কল্লোলিত নদীর মতো আমাকে তুমি গড়েছ,সবুজ প্রান্তরে বুকে আমাকে  আহ্বান করেছচেতনার নব জাগরণে আমাকে  স্বাগত জানিয়েছ,নিপীড়িত অসহায় মানুষের…

 


কবিতা-প্রোয়োজন বলেই ভালোবাসা

কলমে-পা দ ক

০৩/১০/২০২০


মনের মাধুরী দিয়ে সাত রঙে আমাকে তুমি এঁকেছ,

কল্লোলিত নদীর মতো আমাকে তুমি গড়েছ,

সবুজ প্রান্তরে বুকে আমাকে  আহ্বান করেছ

চেতনার নব জাগরণে আমাকে  স্বাগত জানিয়েছ,

নিপীড়িত অসহায় মানুষের পাশে আমাকে তুমি ডেকেছ।

কবি,কেন আমাকে এতো ভালোবেসেছ?

কবি কেন ভালোবেসসেছে শুনতে চাও!

তোমাকে ভালো লাগে বলে কবি ভালোবাসেছে এটা নয়...

ইচ্ছা হয় বলে কবি ভালোবেসেছে সেটাও নয়...

ভালোবাসার প্রয়োজন বলে কবি ভালোবাসে।


গভীর তমশায় পথ হারা হয়ে আমাকে তুমি ধ্রুব তারা করেছ,

তপ্ত মরুর ধুধু প্রান্তরে আমার শীতল পরশ চেয়েছ,

দুঃখ ব্যথার অশ্রুসাগরে আমারই প্রতিচ্ছবি দেখেছ,

জ্বলে যাওয়া ধ্বংস স্তুপে আমাকে তুমি খুঁজেছ।

কবি,আমাকে কেন এমন ভালোবেসেছ?

কবি কেন ভালোবেসেছে জানতে চাও?

তুমি নারী,তাই কবি ভালোবেসেছে এতো নয়,

বাঁচার প্রয়োজন বলেই কবি ভালোবেসেছে