Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

: বিজয়া দশমীমৌসুমী মুখার্জী
বহুদিন ধরে বহু প্রতীক্ষার পর তুমি এলেমাত্র দিনকয়েকের   ব্যবধান তোমার ঘরে  ফেরার পালা।শিবজায়া, নগ নন্দিনী , বিজয়ার   শেষেফিরে  যাচ্ছ   তোমার আপনার   দেশে।.আবার প্রতীক্ষা এক বছরের....তোমার বিদায়ের পালা, স…

 


: বিজয়া দশমী

মৌসুমী মুখার্জী


বহুদিন ধরে বহু প্রতীক্ষার পর তুমি এলে

মাত্র দিনকয়েকের   ব্যবধান তোমার ঘরে  ফেরার পালা।

শিবজায়া, নগ নন্দিনী , বিজয়ার   শেষে

ফিরে  যাচ্ছ   তোমার আপনার   দেশে।.

আবার প্রতীক্ষা এক বছরের....

তোমার বিদায়ের পালা, সজল চোখ তোমার।

আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমার বিসর্জন।

সত্যি কি বিসর্জন হয় তোমার?

আবার ফিরে আসা তোমার নব রূপে,

তুমি নব নব রূপে এসো প্রাণে।

নতুন ছন্দ নতুন গানে।

মহিমা তোমার উদ্ভাসিত , 

আবার এসো মা  বছর বছর  ...

আনো আনন্দ, আনো কলতান।


আজ বিষাদের সুর, বিসর্জিত নদীর জলে....

গলে যাবে সব পরে থাকবে কাঠামো ,

খসে গলে যাবে মাটি.....

আবার প্রতীক্ষা কবে ঢাকে পড়বে কাঠি।

আবার এসো মা ,এবার সুস্থ প্রকৃতির বুকে।


শুভ বিজয়ার শুভেচ্ছা সবাইকে

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 

# #গদ্যকবিতা

#আদ্যাশক্তি মহামায়া 

#মৌসুমী মুখার্জী


  ওঠো জাগো   মা  শিবানী  

 ঢাক বাজে  মর্ত্যে তোমার  আসন্ন যাত্রা কালে।

রোগ , শোক, বিপদ হারিনী, ত্রাণ করো মা অনুবিষ নাশিনী।

অপরাজিতা,  অপরূপা , অপর্ণা,  অদ্রিজা,    অদ্বিতীয়া,,,,

সনাতনী করুণাময়ী মা তুমি ই  মহামায়া।

সবার মঙ্গল করো  মা  মর্ত্যে ,,মঙ্গল দায়িনী

 শিবানী , ভগবতী দেবী     প্রণমামী

 ব্রহ্মচারিনী।

সিংহবাহিনী  চতুর্ভুজা ,কাত্যায়নী , জগদ্ধাত্রী,   

 নবদুর্গা রূপে বিরাজ   কমল হস্তে মা কমলা

মাগো প্রণমামী তব  চরণ ,   নত  শিরে।


শিবে তপস্বীনি  কৃষ্ণারূপা দেবী কালিকা

 শঙ্খ ,কুন্দপুস্প ,চন্দ্রবর্ণা  মহাগৌরী।

সর্বরিপুনাশী  শান্তিদায়িনী তুমি মা গৌরী।

দেবী সিদ্ধিদাত্রী  ,মনুষ্য কল্যাণে বরাভয় দাত্রী।

রক্ত বস্ত্র পরিহিতা,পদ্মাসীনা স্বর্ণবর্ণা চতুর্ভুজা দেবী

সমগ্র সুরাসুর,, মানব ,,প্রাণী কুল নতজানু তব পদে

 স্বর্গ মর্ত্য পাতাল  তোমার   উপাসনায়  সুখ সমৃদ্ধি লাভ করে।


মাগো ঝরা শিউলিতে তব চরণ ফেলে শতদলে সুসজ্জিতা হয়ে,স্বালঙ্কারা সাজে এসো রাজনন্দিনী,,, মর্ত্যে উমা রূপে।