Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# শিরোনাম_সেই বিজয়া কবে!#কলমে_পলি ঘোষ ✍️তাং_২৬.১০.২০২০
মা গো,দশমীতে সিঁদুর খেলা,এবার যদিও করোনা কাল,শুধুই সেলফি তোলা,অন্যবার যদিও সেটা ছিল গ্রুপফি!তোমার কপালে কোনোক্রমেই সিঁদুর ঠেকিয়ে নেমে পড়তাম ময়দানে।কার মুখ কতো রঙিনআয়নায়…

 


# শিরোনাম_সেই বিজয়া কবে!

#কলমে_পলি ঘোষ ✍️

তাং_২৬.১০.২০২০


মা গো,

দশমীতে সিঁদুর খেলা,

এবার যদিও করোনা কাল,শুধুই সেলফি তোলা,

অন্যবার যদিও সেটা ছিল গ্রুপফি!

তোমার কপালে কোনোক্রমেই সিঁদুর ঠেকিয়ে নেমে পড়তাম ময়দানে।

কার মুখ কতো রঙিন

আয়নায় নয় ...দেখবো গিয়ে ডি এস এল আরে!

আসছে বছর আসবে কি মা আগের মতো ফিরে!

নতুন জামা নতুন কাপড় 

আর প্যান্ডেলের ভিড়ে!

ওখানে বসে মিষ্টি মুখে করবো নাহয় একটু পি এন পি সি!

জানি সকল জীবের মাতা তুমি

তাবলে ভাইরাসের ও হবে নাকি!

তোমার মুখ চেয়ে এবারকারের মত দিলাম না হয় করোনাঞ্জলি!

তাবলে, যে ভালবাসেনা, দেয় না সম্মান,করে শুধু ওষ্ঠাগত প্রাণ..

বিজয়া বলে তাকেও পায়ে হাতে প্রণাম!

এ কেমন বিজয়া মা!

বছরের বাকি দিনে তার সাথে ভয় পেয়ে কাটালাম বিধিনিষেধ মানলাম...

এখন আবার তাকে দিতে হবে বিজয়ার প্রণাম?

হোয়াটস অ্যাপ ইনবক্স যাচ্ছে ভরে বিজয়া উইশে!

দমবন্ধ হচ্ছে জীবন ,পাশবালিশে!

পাড়ায় পাড়ায় বাঙালি মাংস ভাতে কব্জি ডুবিয়ে

করতো বিজয়া সম্মিলনী!

সেদিন যে কবে হবে!

সামনের বছরও কি থাকবেন মহারানী!


নিরঞ্জনে যেওনা মা ,যেওনা তুমি চলে

লাগাও দশ হাত

আগে বধ করো তাকে।

পাপের জগতে চেতনা জাগিয়ে,নৈরাজ্য বন্ধ করে...

সুদিন ফিরিয়ে দাও

তবে তুমি যাও..

আর আটকাবো না তখন ,মুখ ভার ও করবো না!

যেদিন রাখবো হাতে হাত

সেদিন করবো আসল সিঁদুর খেলায় মাত।

কোলাকুলির সাথে, করবো বিদায় বেলা।

দাও ফিরিয়ে

দাও না মা সেদিনের দিন গুলি

জড়িয়ে ধরি ,আপন করি প্রাণের মানুষ গুলি!

প্রাণের সাথে প্রাণ মিশিয়ে সেদিনের সেই মেলা

ফিরিয়ে দিয়ে যাও মা তুমি , সেই আগের বিজয়া!!!