Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিস্মরণ
মৌসুমী মন্ডল
26/10/2020
কিছুই মিলবেনা হিসেবের চিত্র-শুধু ক্ষয়ে,ক্ষয়ে যাবে অস্থি মজ্জা--ওই শ্রান্তির কাছেই যেতে৷একসাথে বিপরীত চরে  ঘুরবে ফিরবে জীবনের সব উপাদান,তবু চেয়ে থেকে নীরবে সহ্য করতে হবে-নিঃশেষ হয়ে যাচ্ছে একটু,একটু করে…

 


বিস্মরণ


মৌসুমী মন্ডল


26/10/2020


কিছুই মিলবেনা হিসেবের চিত্র-

শুধু ক্ষয়ে,ক্ষয়ে যাবে অস্থি মজ্জা--

ওই শ্রান্তির কাছেই যেতে৷

একসাথে বিপরীত চরে  ঘুরবে

 ফিরবে জীবনের সব উপাদান,

তবু চেয়ে থেকে নীরবে সহ্য করতে হবে-

নিঃশেষ হয়ে যাচ্ছে একটু,একটু করে 

সুন্দর ফুলের ঘ্রান৷

কত আশা মরে ,মরে অকালে

 শ্মশান পথে ছুটে যায়!

বেদনারা  ওই শূন্য মেঘের 

সাড়িতেই মুখ লুকায় ! 

বট ,সেগুন নানা শক্ত গাছেদের 

কান্ড গুলো এই মাটির রসে কেমন

 যেন আজ কাল টলে, টলে পড়তে

 চায়-ভুলতে বসেছে তারা আপন 

বৈশিষ্ট্য গুলোও৷

হে নবীনের দলএবার অন্তত 

একবার পিছন ফিরে চাও!