কবিতা আমার চারুলতা সারদা ভট্টাচার্য
চারুলতাও জীবনে সুখ চেয়েছিল .....সুখী হয়ে ভাসতে চেয়েছিল --- সোহাগ সাগরে। দাম্পত্যের অবাধ উষ্ণতায় পুড়ে ,উন্মুক্ত ভালোবাসার স্পর্শটুকু মাখতে চেয়েছিল মনে প্রাণে।
হাসিতে ,গানে ,কলরব, কোলাহলে জীব…
কবিতা
আমার চারুলতা
সারদা ভট্টাচার্য
চারুলতাও জীবনে সুখ চেয়েছিল .....
সুখী হয়ে ভাসতে চেয়েছিল --- সোহাগ সাগরে।
দাম্পত্যের অবাধ উষ্ণতায় পুড়ে ,
উন্মুক্ত ভালোবাসার স্পর্শটুকু মাখতে চেয়েছিল মনে প্রাণে।
হাসিতে ,গানে ,কলরব, কোলাহলে জীবনকে এগিয়ে দিয়ে .....
সুরের অমলিন নিশানায় পাড়ি দিতে চেয়েছিল ।
তবু উদাসী সন্ধ্যার শেষ গোধূলি রঙ , তাকে প্রতিদিন অপেক্ষার কঠিন প্রহরে এনে দাঁড় করাতো ।
অন্যমনস্কতার এই অচেনা জীবন ---
নিরপেক্ষ করুণায় .....
একাকীত্বের যন্ত্রণায় .....
তার স..বটুকু আমিত্বকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যেত।
অপেক্ষারাও এক এক করে ম্লান হয়ে উঠতো মনের ঘরে ......
মলিনতার সবটুকু ধূসর রঙ মেখে .....
সারাদিনের ইচ্ছেরা , আকাশের খোলা পাতায় ---
নিঃসঙ্গ উদাসীনতায় লিখে রাখতো ইচ্ছে পূরণের হাজারো গল্প ।
যেভাবে থমকে যাওয়া রাতের আকাশে নিঃসঙ্গ মেঘ একা ভেসে যায় .....
ঠিক সেভাবেই জীবন বয়ে চলে এক শূন্য খাতে।
সময় অবশ্য এগিয়েছিল নিজেরই নিয়মে ......
চারুর ছোট ছোট অপেক্ষাকে আরও অনেক অপেক্ষায় ডুবিয়ে চোখের জলে হারিয়ে দিয়েছিল তার আলো --- আঁধারিতে দেখা চিরন্তন স্বপ্নগুলো .....
তবু , না বলা কথারা বুকে পাথর হয় ---
ঝর্ণার মতো ভেঙে পরতে চাইত উন্মত্ত কোন বুকে।
এমনই একদিন সব অপেক্ষার
অবসান ঘটিয়ে
ভালোবাসার সপ্ততরী বইতে শুরু করে তার হৃদয় নদীতে .....
চারুর জীবনে প্লাবন হয়ে আসে অমল.....
তার সাহচর্য , সঙ্গদানের নির্মল বিচ্ছুরণ চারুকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে .....
যেমন করে নিঃশ্বাস জড়িয়ে রাখে জীবনকে ,
ঠিক সেভাবে চারুর মনের ঘরে অনুপ্রবেশ ঘটে অমলের । সম্পর্কের টানাপোড়েনের দ্বন্দ্বে ,
মনের ঈশান কোণে ঝড় ওঠে ভাঙনের -
দাম্পত্যের নিবিড় সম্পর্কের ঘর শিথিল হয় ......
ভালোবাসা আর ঘৃণার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত হয় চারু।
এমনি ভাবে ---
বদলে যাওয়া চালচিত্রের
নীরবতায় শেষ হয়ে যাওয়া নষ্ট সুখ সম্পর্কের নিষ্ঠুর গল্প নিয়ে নষ্ট হয় নীড় ......
দুঃস্বপ্নের দাগে দাগী ,
যে নীড়ের একাকী নায়িকা চারুলতা ।।