নিজস্ব সংবাদদাতা, তমলুক: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার আটটি পুজো প্যান্ডেলে ভার্চুয়াল দুর্গা পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে বুধবার প্রায় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন পূজা …
নিজস্ব সংবাদদাতা, তমলুক: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার আটটি পুজো প্যান্ডেলে ভার্চুয়াল দুর্গা পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে বুধবার প্রায় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন পূজা প্যান্ডেল গুলির হাল-হকিকত খতিয়ে দেখার পাশাপাশি ব্লক প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় ডেমোস্টেশন শুরু হয়। স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় দুই শতাধিক অনুমোদনপ্রাপ্ত দুর্গ পুজোর আয়োজন হয়ে থাকে। করোনা আবহে এই পুজো উৎসবের কিছুটা কাটছাঁট হলেও মোটের উপর প্রায় সিংহভাগ পুজো উদ্যোক্তারাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সর্বশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর সেই সকল পুজো উদ্যোক্তাদের মধ্যে এবছর করোনা পরিস্থিতির জেরে পূর্ব মেদিনীপুর জেলার মোট আটটি পুজো প্যান্ডেলের ভার্চুয়াল পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নেয় নবান্ন। মঙ্গলবারই সেই তালিকা নবান্ন থেকে জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায়। তার মধ্যে রয়েছে তমলুকের রাজ ময়দানের সুপ্রাচীন ঐতিহ্যবাহী আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই তালিকায় রয়েছে তমলুক ইয়ুথ স্পোটিং ক্লাব, চন্ডিপুরের চৌখালী আদি সার্বজনীন দুর্গোৎসব, নন্দকুমার স্পোর্টস এন্ড কালচারাল সেন্টার, পাঁশকুড়ার প্রতাপপুর দুর্গাপূজা কমিটি, মহিষাদল সানডে ক্লাব, এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এবং কাঁথির রামনগর বাজার ব্যবসায়ী সমিতি।
স্বাভাবিকভাবেই করণা আতঙ্কের মাঝেও রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল পুজো প্যান্ডেলের উদ্বোধন ঘিরে তৎপরতা শুরু হয়েছে জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই তাই জেলার এই বাছাই করা আটটি পূজামণ্ডপে পৌঁছে যান এলাকার বিডিও থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা। স্বাস্থ্যবিধি সহ খতিয়ে দেখা হয় প্রায় সমস্ত কিছুই।
আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তমলুক পৌরসভার অন্যতম প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় বলেন, পুজো আনন্দ-উৎসবের মাঝই দর্শনার্থীদের সুরক্ষার বিষয়ে আমরা সমস্ত রকমের প্রস্তুতি রেখেছি। এ বিষয়ে পার্থ ঘোষ বলেন, জেলার মোট আটটি পুজো প্যান্ডেলে ভার্চুয়াল পুজো উদ্বোধনের বিষয়ে সমস্ত রকমের খুঁটিনাটি আয়োজন করা হয়েছে।