পতন রুখতে পারেনি !!শক্তি কুন্ডু ৷
বিকেলের আবছা আলোয় মেঘ নেমে এলে ...তুমি বিষন্নতার জানুতে মাথা ঠেকালে !তবে হলুদ পাতার ঝরে যাওয়া ,বয়ে যাওয়া ঠেকাতে পারলে কই !!
পতনের ভয় নিয়ে ঘুমোলে মাঝির ডাক শুনে উঠলে চমকে ,দেখলে তোমার আপন আরো অনেকে…
পতন রুখতে পারেনি !!
শক্তি কুন্ডু ৷
বিকেলের আবছা আলোয় মেঘ নেমে এলে ...তুমি বিষন্নতার জানুতে মাথা ঠেকালে !
তবে হলুদ পাতার ঝরে যাওয়া ,
বয়ে যাওয়া ঠেকাতে পারলে কই !!
পতনের ভয় নিয়ে ঘুমোলে
মাঝির ডাক শুনে উঠলে চমকে ,
দেখলে তোমার আপন আরো অনেকেই
মাঝির ডাক শুনে ছুটছে...তুমিও ছুটলে
পতনের ভয় কাটলো তোমার
বয়সের ভার হলো নিরভার নৌকার
পাটাতনে পা দিতেই !
তবে বহু অসমবয়সীর পতন
ভেবে ছিলে রুখে দেবে ..পারোনি
শুধু তুমি নও ,
পারেনি অনেকেই
নৌকার সিটে বসা যাত্রীকে দেখে বুঝেছো তখনি!
যাত্রীর গায়ে লেখা প্রেমে বিফল ,
লেখা রাজনীতির শিকার ,
বেকার হওয়ার জ্বালা ,
ধর্ষিত নারী ,
ফাঁসির দড়িতে ঝোলা ধর্ষক !!!
আরো আছে ডান পাশে বা পাশে
অগনিত পতন হওয়া চাঁদ সূর্য !!!