জননী জন্মভূমি**************
কলমে #পম্পা বন্দ্যোপাধ্যায়22/10/20
ছায়া সুনিবিড় শান্তির নীড়শ্যামলিমা বীথিপথ,শৈশবের সে মাতৃক্রোড়কৈশোরের জগৎ।নয় সে পাহাড় নয় অরণ্য,আপনার রূপে সে যে অনন্য,রাঢ় বঙ্গের ছোট সে নগর,শিল্প নগরী, নয় সে শহর,সেখানেই …
জননী জন্মভূমি
**************
কলমে #পম্পা বন্দ্যোপাধ্যায়
22/10/20
ছায়া সুনিবিড় শান্তির নীড়
শ্যামলিমা বীথিপথ,
শৈশবের সে মাতৃক্রোড়
কৈশোরের জগৎ।
নয় সে পাহাড় নয় অরণ্য,
আপনার রূপে সে যে অনন্য,
রাঢ় বঙ্গের ছোট সে নগর,
শিল্প নগরী, নয় সে শহর,
সেখানেই এক ছোট আঙিনায়
এসেছি বেড়েছি আমি,
জন্মভূমি আমার তোমাকে সহস্র নমামি।
দামোদর তীরস্থিত নগরী দুর্গাপুর,
ইচ্ছাই ঘোষের দেউল সেথায়
দেবী চৌধুরানীর গড়।
ভবানী পাঠক আরাধ্যা মা ভিড়িঙ্গি কালী,
ছোট ছোট বন বীথিকায় মোড়া
ফুলে ফলে ভরা ডালি।
অপার প্রকৃতি সেজে আছে সেথা
উন্মুক্ত প্রান্তর,
সাজানো গোছানো নয়নাভিরাম
নানান স্তরের ঘর।
বিধান রায়ের স্বপ্ন নগরী
রাজ্যের শিল্পক্ষেত্র,
কর্মের টানে জড়ো হয় সব
সবাই সবার মিত্র।
অনাবিল সেথা সবুজ প্রকৃতি,
তারই মাঝে ছোট ছোট বসতি,
মিত্র সকাশে খোলা ময়দানে বেড়েছে সজীব মন,
শান্ত দুপুর উজল সকালে,
দীপজ্বলা মায়ারাত্রি অতলে,
ঘিরে আছে প্রতিক্ষণ।
হরিৎ কানন গাছে ভরা ফুল,
অন্তর সদা হয় যে আকুল,
দারুণ গ্রীষ্ম অঝোর বর্ষা,
শিশুমনে দেয় অভয় ভরসা,
শরৎ সাজায় অঞ্জলি দিয়ে,
হেমন্ত আসে তার ডালি নিয়ে,
প্রবল শীতের প্রবাহের শেষে ডাক দেয় বসন্ত,
এমন স্নিগ্ধ প্রকৃতির রূপে যাপন প্রাণবন্ত।
বহুদিন তোমা ছেড়ে এসেছি মা,
তবুও আজও ভুলতে পারিনা,
কোমল স্নেহের ডোর সে নিত্য
হাতছানি দিয়ে যায়,
এ জনমে যদি না ঘটে সুযোগ,
প্রমাদে পরাণে আসে যদি রোগ,
এ হৃদয় সদা তোমারই পদে,
প্রণতি করিয়া যায়,
নিয়ত কৃতজ্ঞতায়।।
***বহু আগের একটা লেখা আজ পোষ্ট করলাম।