গল্প -অপরাজিতাকলমে - সোনালী চক্রবর্তী ১৪/১০/২০২০
কোন কিছু না ভেবেই ভালোবেসে পালিয়ে ছিলো আর্শিবাদের পরেদিন পরিমলের হাত ধরে জয়া । একবার ও ভাবেনি বাবা মার কথা তাদের কি হবে। নিজের পড়াশুনা মাঝপথে রেখেই ভালোবাসা টানে । কিন্তু একটি বছরে…
গল্প -অপরাজিতা
কলমে - সোনালী চক্রবর্তী
১৪/১০/২০২০
কোন কিছু না ভেবেই ভালোবেসে পালিয়ে ছিলো আর্শিবাদের পরেদিন পরিমলের হাত ধরে জয়া । একবার ও ভাবেনি বাবা মার কথা তাদের কি হবে। নিজের পড়াশুনা মাঝপথে রেখেই ভালোবাসা টানে । কিন্তু একটি বছরেই পরিমলের আসল পরিচয় সে পেলো ।পরিমল নিজে পড়াশুনায় খুব ভালো হওয়ায় ও শিক্ষকের চাকরি করায় অহংকার ছিল প্রবল।
সে জয়াকে তার পড়াশুনা ছাড়া মা বাবার প্রতি অসম্মান ও জয়ার শারীরিক দিক নিয়ে ও বলতে থাকে বার বার। জয়া একটু নাদুস নুদুস গোছের মেয়ে সেটা তো পরিমল জানতো তাহলে কেন তাকে এভাবে বলা আর সব কিছুই তো তার জন্য ই তাহলে কেন হতে হবে বার বার অপমানিত তাকে ? শেষে পরিমলের তাচ্ছিল্য আর ভালো না লাগায় জয়া আবার বাবা মার কাছেই ফিরে আসে নিজের অপরাধের জন্য ক্ষমা চায় ও পুনরায় নিজের পড়াশুনা শুরু করে ,পরে SSC ও দেয় লেগেও যায় তার ভাগ্যে ।আজ সে সরকারি স্কুলের সহকারী প্রধানা শিক্ষিকার পদে কর্মরত । সেই স্কুলেই পরিমল একজন শিক্ষক পদে।জয়া আজ পরিমলের কাছে অপরাজিতা । ভুল ভাঙাতেই সে আজ দাঁড়াতে পারলো ।আজ তার নিজস্ব পরিচয় সে বহন করেতে সক্ষম হয়েছে।