আপন মনে কৃষ্ণা গুহ
নীল আকাশে খুঁজেছিলাম তোকে আর তোর ঠিকানা। কালো মেঘের ধূসর পথ পেরিয়ে,পৌঁছেছিলাম তোর শুভ্র আকাশে। তখন তুই ব্যাস্ত ক্যানভাসে। আমার শৈশব, স্কুল পালানো চুরি করা টিফিন,সব টা নিয়েই তুই মগ্ন তখন। কি ভালোই না লাগছিলো আমার সাদা …
আপন মনে
কৃষ্ণা গুহ
নীল আকাশে খুঁজেছিলাম তোকে আর তোর ঠিকানা।
কালো মেঘের ধূসর পথ পেরিয়ে,পৌঁছেছিলাম তোর শুভ্র আকাশে।
তখন তুই ব্যাস্ত ক্যানভাসে।
আমার শৈশব, স্কুল পালানো
চুরি করা টিফিন,সব টা নিয়েই তুই মগ্ন তখন।
কি ভালোই না লাগছিলো আমার সাদা মেঘের দেশে
তোর দিকে তাকিয়ে তাকিয়ে ভেসে গেলাম সেই শৈশবে
মনে পরে, টিফিনের পয়সা বাঁচিয়ে তুই কিনে দিয়েছিলি আমায় প্রজাপতি ক্লিপ
পরেরদিন সকালে মা জোর করে দুটো বিনুনী বেঁধে দিলো, ইচ্ছে ছিল কানের দুধারে দুটো প্রজাপতি ক্লিপ লাগাই, লুকিয়ে লুকিয়ে নিয়ে ও গিয়েছিলাম স্কুল ব্যাগে, তোর সামনে পরে দেখবো বলে।
সেদিন তুই এলি না,পরের দিন ও আসিসনি!!তার পরের দিনো এলিনা।
এ ভাবেই চলতে চলতে কোথায় যে হারিয়ে গেলি?আজ তোকে পেয়েছি নীলাকাশে, বাতাসের কানে কানে বলেছি কত শত কথা
ভ্রমর গুঞ্জনে পৌঁছায়নি তোর কানে।
একটু তাকা দেখ আমার দিকে,এই ছুবি আমায়?
তোর হাতে তো রং তুলি
দে না আমায় তোর রঙে রাঙিয়ে।।