(পৃথিবীর সকল ধর্ষকদের নির্বিচারে ফাঁসি চাই।)
পাখির পালকে রক্তের ছোঁপসিরাজুল ইসলাম।
অবারিত সবুজ মাঠশিউলী ঝরা নিকোনো উঠোনআমার হৃদয় ক্যানভাসে সযতনে আঁকামায়াবী একটা মুখ; প্রিয় পংক্তিমালার মত।স্বর্গীয় সুষমা মেশানোসুখ-লালিত্যভরা উচ্ছ্বলত…
(পৃথিবীর সকল ধর্ষকদের নির্বিচারে ফাঁসি চাই।)
পাখির পালকে রক্তের ছোঁপ
সিরাজুল ইসলাম।
অবারিত সবুজ মাঠ
শিউলী ঝরা নিকোনো উঠোন
আমার হৃদয় ক্যানভাসে সযতনে আঁকা
মায়াবী একটা মুখ; প্রিয় পংক্তিমালার মত।
স্বর্গীয় সুষমা মেশানো
সুখ-লালিত্যভরা উচ্ছ্বলতা
রাঙা দু'ঠোঁটে অভিমানের মিষ্টি হাসি-
আশৈশব সেই ছবিটা আমার মমতাময়ী মায়ের।
লালপেড়ে মাখন-সাদা শাড়ী
বরফ-সফেদ হিমালয়ের শুভ্রতা
মিশে আছে আজও হাজারও নারীর মাঝে-
মাথা উঁচু করে দাঁড়াবার দৃঢ় প্রত্যয় নিয়ে।
চলতি পথের ব্যস্ততায় অলিগলি রাজপথে
স্কুল পড়ুয়া তরুণী কিশোরীর কলোহাসি
গৌরবের গ্রীবা বাঁকিয়ে চলে যায় যেন
আবহমান বাংলার পানকৌড়ি, রাজহাঁসের ঝাঁক।
অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা ঘৃন্য মাদকাসক্তির
নীল-বিষে নষ্ট হয়ে যাওয়া বখাটের শীৎকারে,
ছত্রভঙ হয়ে যায় ভালোলাগা বিহঙ্গ
শরাহত পাখির পালকে জমে রক্তের ছোঁপ।
ক্ষতবিক্ষত হয়ে যায় কলিজাটা
আর বিজাতীয় দ্রোহের আগুনে জ্বলে ওঠে সুস্থবিবেক।
রক্তাক্ত হয়ে যায় হৃদয়ে আগলে রাখা ক্যানভাস,
নির্বাক কবি'র কবিতায় পড়ে থাকে স্পন্দনহীন দেহ।
পাখির পালকে রক্তের ছোঁপ
©সিরাজুল ইসলাম।