Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা#আর_কতো#গোপা_ব্যানার্জী 
বাইরের তাপমাত্রা ঠিককতোটা বাড়লে,এই মন দহনাঙ্কে পৌঁছায়?কতোটা ভিতরের উত্তাপ সুপ্ত আগ্নেয়গিরি জাগায়?কতোটা অন্যায় সহ্য করলেতারপর জাগে মানুষ?মায়ের আর্তনাদ কতোটাতীক্ষ্ণ আর তীব্র হলেঈশ্বরের কানে পৌঁছায় ?
আর …

 


#কবিতা

#আর_কতো

#গোপা_ব্যানার্জী 


বাইরের তাপমাত্রা ঠিক

কতোটা বাড়লে,

এই মন দহনাঙ্কে পৌঁছায়?

কতোটা ভিতরের উত্তাপ 

সুপ্ত আগ্নেয়গিরি জাগায়?

কতোটা অন্যায় সহ্য করলে

তারপর জাগে মানুষ?

মায়ের আর্তনাদ কতোটা

তীক্ষ্ণ আর তীব্র হলে

ঈশ্বরের কানে পৌঁছায় ?


আর কতবার প্রমাণিত হবে

ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য

একটা নারী শরীর যথেষ্ট?

বয়স, শিক্ষা, ধনী,দরিদ্র 

মৃত , অচেতন,অসুস্থ কিংবা

হোক নিজেরই কেউ

চাই শুধু রক্ত মাংসের তৈরি

একটা নারী শরীর!


আর কতো মেয়ে ধর্ষিতা হলে

আর কতো মোমবাতি জ্বললে

আর কতো নির্ভয়া আসিফা মরলে

আর কতো নোংরামি হলে 

আমরা সবাই বন্ধ্যা নারী হবো??

©® গোপা