স্বপ্ন গুলো বেঁচে থাকহাবিবুল ইসলাম২০/১০/২০২০***************তুমি ঘুমিয়ে পড়লেওস্বপ্নরা যেন জেগে থাকে।ওরা অসংখ্য মানুষকেঘুম থেকে জাগিয়ে তুলতে পারবে ।আগামী প্রজন্মকেশোনাতে পারবে চেতনার বাণী।দেখাতে পারবে অভীষ্ট লক্ষে পৌঁছনোর পথ।যদি মৃ…
স্বপ্ন গুলো বেঁচে থাক
হাবিবুল ইসলাম
২০/১০/২০২০
***************
তুমি ঘুমিয়ে পড়লেও
স্বপ্নরা যেন জেগে থাকে।
ওরা অসংখ্য মানুষকে
ঘুম থেকে জাগিয়ে তুলতে পারবে ।
আগামী প্রজন্মকে
শোনাতে পারবে চেতনার বাণী।
দেখাতে পারবে
অভীষ্ট লক্ষে পৌঁছনোর পথ।
যদি মৃত্যু হয়,
হউক.....
ক্ষতি নেই।
যেন স্বপ্নরা কোনোদিন না মরে।
ওরা বেঁচে থাকলে,
বেঁচে থাকবে প্রেরণা।
ব্যর্থতার ভার বহন করতে করতে
ক্লান্ত যারা,
তারা ওদের থেকে অনুপ্রেরণা নিয়ে
শুরু করবে পথচলা।
আমাকে ভুলে যেতে পারো,
কষ্ট পাবো না।
শুধু মনে রেখো
আমার রেখে যাওয়া স্বপ্নগুলোকে।
ওরা বর্ণহীন জীবনে
এঁকে দেবে রঙিন আলপনা।
প্রেমহীন জীবনে
এনে দেবে প্রেমের অনন্ত ফল্গুধারা।