কবিতা,শিরোনামে- রেশমী পরশ,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-20/10/2020.
একটা কোমল স্নিগ্ধ বাতাস,খেলে যায় মনের জানালার পাশ দিয়ে!হালকা পরশ লেগে খসে পড়ে হিয়ার অবগুন্ঠন!শিরশির করে ওঠে তনুমন,রোমকূপের ভেতর,আর রোমাঞ্চিত করে মনের গভীর অতল!দূরে কোথা…
কবিতা,
শিরোনামে- রেশমী পরশ,
কলমে-প্রদীপ মন্ডল,
তারিখ-20/10/2020.
একটা কোমল স্নিগ্ধ বাতাস,খেলে যায় মনের জানালার পাশ দিয়ে!
হালকা পরশ লেগে খসে পড়ে হিয়ার অবগুন্ঠন!
শিরশির করে ওঠে তনুমন,রোমকূপের ভেতর,আর রোমাঞ্চিত করে মনের গভীর অতল!
দূরে কোথাও বাজে সুর আগমনীর,ঢাক গুড়গুড়,ঢ্যাং কুড়কুড়,কাঁসর!
মুখটা বাড়িয়ে আকাশপানে,দেখি একঝাঁক বুনো মেঘে শিশিরে ভেজা কাশ!
মনটা উড়ছে উড়ছে বলাকা বিহঙ্গ পারা,ডানার ঝাপটায় ঝরে পড়ে বাতাস!
ভেসে ওঠা দিনগুলি শিউলিঝরা,আজও ঝরে ঐ দূর প্রেমিক পাড়ে!
একটু একটু করে ছড়িয়ে পড়ে ঘ্রাণ তার,কাব্যের নিবিড়ে!
চিকির মিকির চিক চিক,ডাকে শ্যামা পাখি!
হঠাৎ করে খুলে যায় হৃপিন্ডের জমা কপাট!
শিরায় শিরায় পূজো পূজো,নাকে গন্ধ লাগে তার,একটা প্রেমের রেশমী পরশ পাওয়া না পাওয়ার!
একটু ছোঁয়া লেগে শিহরিত মন,দোলা দেয় অনাকাঙ্খিত বিগলিত হিয়ার!
পূজোর আনন্দে যদিও নাচে মন,তোমার কাছে আজ আর কিছুই নেই চাওয়ার!!