#উপহার#প্রদীপ্ত ব্যানার্জ্জী
পূজোর থালা সাজিয়ে দাঁড়িয়ে তুমিআমার চোখে মুগ্ধতা বাস করে, শাড়ির কুঁচি ধরতে বলো যখনভালোবাসা এসে আমার দুহাত ধরে!
এবার পূজোয় দিই নি তোমায় কিছুইসাধের সাথে সাধ্যের বোঝাপড়া,পুরোনো শাড়িই পরলে তুমি হেসেপুরোনোকে…
#উপহার
#প্রদীপ্ত ব্যানার্জ্জী
পূজোর থালা সাজিয়ে দাঁড়িয়ে তুমি
আমার চোখে মুগ্ধতা বাস করে,
শাড়ির কুঁচি ধরতে বলো যখন
ভালোবাসা এসে আমার দুহাত ধরে!
এবার পূজোয় দিই নি তোমায় কিছুই
সাধের সাথে সাধ্যের বোঝাপড়া,
পুরোনো শাড়িই পরলে তুমি হেসে
পুরোনোকেই নতুন করে গড়া!
কেমন লাগছে প্রশ্ন করলে যখন,
তখন আমি বিভোর তোমার সাজে,
অপরূপা তুমি,নিবেদিত পূজারিণী
আকাশে বাতাসে আগমনী সুর বাজে!
আমার কাছে পৃথিবী মানেই তুমি
তোমার ছোঁয়ায় দুনিয়া বদলে যায়,
পারিনি হয়তো দিতে দামী উপহার
কিন্তু এ মন তোমাকেই শুধু চায়!
চাওয়া পাওয়ার হিসেব কষি না আমি
একসাথে আছি ভালোবেসে অবিরাম,
হাতে হাত রেখে পাশাপাশি থেকে লড়ি
তোমার আমার নিয়মিত সংগ্রাম!
কাটছে যেমন জীবন কাটুক সুখে
তুচ্ছ দুঃখ আমাদের সংসারে,
ভালোবাসা আছে তাই খুব ভালো আছি
"ভালোবাসি আমি"বলি তাই বারে বারে!
..........................©.................... প্রদীপ্ত